Sara Ali Khan: সারা থেকে মিশা হয়ে ওঠার যাত্রাটা ঠিক কেমন ছিল?
Sara Ali Khan: খুব শীঘ্রই হটস্টারে মুক্তি পেতে চলেছে সারা আলি খান অভিনীত ছবি গ্য়াসলাইট।
সারা থেকে মিশা হয়ে ওঠার যাত্রাটা ঠিক কেমন ছিল?
1/7
সারা আলি খানের আসন্ন ছবি 'গ্য়াসলাইট' নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশই চড়ছে। দু মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে রোমাঞ্চের গন্ধ।
2/7
এখানে তাঁর চরিত্রের নাম মিশা। ছবিতে রয়েছে সম্পর্কের একাধিক স্তরও। যার আঁচও পাওয়া যাচ্ছে ট্রেলারে।
3/7
সারা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। এখানে তাঁর চরিত্রের নাম রুক্মিনী।
4/7
সারা আলি খান এই প্রথমবার গোটা ছবি জুড়ে হুইলচেয়ার বন্দি। তাঁর চরিত্রের নাম মিশা। মিশার বাবার সহকারীর চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি।
5/7
এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে সারা বলেছেন,'গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র এবং গল্পটি আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটাই আলাদা। এই ছবিটিতে অভিনয়ের মাধ্য়মে আমি আমার ভক্তদের কাছে অভিনয়ের বিভিন্ন শেড পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাব।'
6/7
সারা আরও বলেন, 'ছবির গল্প এতটাই আকর্ষণীয় যে আমার বিশ্বাস এটি দর্শকের ধৈর্যে ব্যাঘাত ঘটাবে না। এমনকি এই ছবির শুটিং পর্বও বেশ উত্তেজনাপূর্ণ ছিল। দর্শক ছবিটি দেখে কী প্রতিক্রিয়া দেবে সেটাই জানার অপেক্ষায় আছি এখন।'
7/7
দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 28 Mar 2023 12:49 PM (IST)