Sara Ali Khan: ব়্যাম্পে ঝড় তুললেন সেফ কন্যা সারা, মায়াবী আলোয় মন কাড়লেন শ্রুতিও
ল্যাকমে ফ্যাশন উইক ২০২৪ এ আকর্ষণীয় পোশাকে দেখতে পাওয়া গিয়েছে সারা আলি খানকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব মিলিয়ে ফ্যাশন উইকে ঝড় তুললেন সেফ আলি খানের কন্যা।
কানে ঝোলা দুল, এবং আকাশ ফ্লোরাল কারুকার্য তাঁর পোশাকে, এককথায় মোহময়ী লাগছে সারা আলি খানকে।
ল্যাকমে ফ্যাশন উইক ২০২৪ এ দেখতে পাওয়া গিয়েছে দঙ্গল খ্যাত বলিউড ডিভা ফতিমাকেও।
ফতিমা ডীপ নেভিব্লু রঙের পোশাকে হালকা সি গ্রীণ ও পিঙ্ক সুতোর কাজ , তাঁকে আরও সুন্দর করে তুলেছে।
ব়্যাম্পের চারিদিকে একের পর এক সুন্দর অ্যাকসিরিজের উপস্থিতি এবং লাইট এফেক্টসে মায়াবী করে তুলেছে।
দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে সালার হিট হওয়ার পরেই ক্যারিয়ার তুঙ্গে শ্রুতি হাসানের।
এবার চেন্নাই স্টোরি টিমে অংশ নিয়েছেন শ্রুতি হাসান।
সব মিলিয়ে আলো আঁধারিতে এক অন্যরকম পরিবেশ।
সবে শেষে শো স্টপার সহ একে একে বাইরে বেরোলেন সবাই, অডিয়েন্সে তখন হাতিতালির পর হাততালি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -