Sara Ali Khan: ইনস্টাগ্রামে 'সিক্রেট' অ্যাকাউন্ট রয়েছে সারার? অভিনেত্রী সম্পর্কে কিছু অজানা তথ্য
ঘোষণা করেছিলেন আগেই। সারা আলি খান আপাতত ব্যস্ত মার্কিন মুলুকে। একের পর এক শহরে ঘুরছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই গল্পই ডকুমেন্ট করে রাখছেন তিনি। আপডেট দিচ্ছেন অনুরাগীদেরও।
জানেন কি? সারা আলি খানের ৪০.৯ মিলিয়ন ফলোয়ার্স সমেত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছাড়াও একটা 'সিক্রেট' হ্যান্ডল আছে। সেটা দিয়ে না কি খানিক 'স্টকিং' করেন তিনি।
বলিউডে অভিষেকের আগে থেকেই সারা অভিনয় করতেন। হ্যাঁ। তাঁর স্কুলে সমস্ত নাটকের মূল চরিত্রে থাকতেন তিনিই।
এক সাক্ষাৎকারে সারা বলেছিলেন, একবার স্কুল থেকে সাসপেন্ড হতে হতে বেঁচেছিলেন। কেন? ফ্যানের দিকে ফেভিকলের বোতল ছুঁড়েছিলেন। বোতল ফেটে চারিদিকে ফেভিকলে ভরে যায়।
ত্বকের যত্ন নেওয়া বা রূপচর্চার ব্যাপারে সারা ভীষণ ঘরোয়া টোটকায় ভরসা করেন। এক্ষেত্রে দুধের সর আর মধুর মিশ্রণ তাঁর সবচেয়ে প্রিয়।
সারা আলি খান রূপটানে সবচেয়ে বেশি কী ভালবাসেন? নেল পলিশ। পারলে তিনি একদিনে বারবার নেল পলিশ বদলে ফেলেন। 'কেদারনাথ'-এর গানের প্রত্যেক শটে নাকি নেল পলিশ বদলাতেন তিনি।
তিনি বিশেষ কেনাকাটা করতে পছন্দ করেন না। তবে চুড়ি পেলে তিনি একটু দুর্বল হয়ে পড়েন বইকী! তিনি বলেন, 'দেশের যে কোনও রাজ্যে গেলেই আমি প্রচুর চুড়ি কিনি'।
সারার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা দেশের যে কোনও আধ্যাত্মিক স্থান। কামাক্ষ্যা মন্দির, আজমের শরিফ, কেদারনাথ, সময় পেলেই তিনি ঘুরে বেড়ান।
সারাকে এরপর দেখা যাবে ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধতে। এছাড়া 'গ্যাসলাইট' ছবিতে বিক্রান্ত মাসের সঙ্গেও অভিনয় করছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -