Sara Ali Khan: বিলাসবহুল গাড়ি ছেড়ে চড়লেন অটোরিক্সায়, ব্যান্ড স্ট্যান্ডে হালকা মেজাজে ক্যামেরাবন্দি সারা আলি খান

Sara Ali Khan Pictures: বিলাসবহুল গাড়ি চড়ে নিরাপত্তার ঘেরাটোপে থাকাই তাঁদের অভ্যাস। কিন্তু এদিন সেই নিয়ম ভাঙল। রাস্তায় খোশ মেজাজে দেখা গেল সারা আলি খানকে। সঙ্গে প্রিয় বান্ধবী। চড়লেন অটোরিক্সাতেও।

নিজস্ব চিত্র

1/10
তিনি বলিউডের প্রথম সারির নায়িকা। নবাব পরিবারের মেয়ে। ফলে তাঁকে হঠাৎ রাস্তায় সাধারণ মানুষের মতো দেখতে পেলে অনুরাগীরা অবাক তো হবেনই।
2/10
তিনি সারা আলি খান। শুক্রবার মুম্বইয়ের ব্যান্ড স্ট্যান্ডে দেখা মিলল তাঁর। সঙ্গী প্রিয় বন্ধু।
3/10
একেবারে সাধারণ সাজে, একটি টি-শার্ট, শর্টস পরে হালকা মেজাজে দেখা গেল তাঁকে। স্ট্রিটফুড চেখেও দেখলেন তিনি।
4/10
শুধু কি তাই? এরপর অটোরিক্সা চড়ে ঘুরে বেড়ালেন বান্দ্রার রাস্তায়। আর সব মুহূর্তই বন্দি হল পাপারাৎজিদের ক্যামেরায়।
5/10
মুম্বইয়ের ট্রাফিক এড়াতেই কি গাড়ি ছেড়ে অটোরিক্সায় উঠলেন অভিনেত্রী? প্রশ্ন অনুরাগীদের।
6/10
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত 'জরা হটকে জরা বঁচকে'।
7/10
প্রেক্ষাগৃহে ভালই সাফল্য লাভ করেছে রোম্যান্টিক ঘরানার এই ছবি। এই প্রথম জুটি বাঁধলেন ভিকি ও সারা।
8/10
এরপর সারা আলি খানকে দেখা যাবে অনুরাগ বসু পরিচালিত 'মেট্রো ইন দিনো' ছবিতে। আদিত্য রায় কপূরের সঙ্গে বাঁধবেন জুটি।
9/10
আগামী বছর ২৯ মার্চ, অর্থাৎ গুড ফ্রাইডে-তে এই ছবি মুক্তি পাবে।
10/10
এন্য অবশ্য বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি। জবাবও দেন পাল্টা।
Sponsored Links by Taboola