Sara Tendulkar Photos: নজরকাড়া লুকে সিনে তারকাদেরও টেক্কা দিতে পারেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর

Sara Tendulkar Photos

1/10
মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের নজর কাড়ে। সারা সদ্যই স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন।সারা মাঝেমধ্যেই মুম্বই থেকে লন্ডন ও লন্ডন থেকে মুম্বইয়ে যাতায়াত করেন। তারকা সন্তান সারা তাঁর সিম্পল লুক ও চার্মি পার্সোলানালিটির জন্য সোশাল মিডিয়ায় নজর কাড়েন।
2/10
এই পিচ ফেদার সোয়েটারে সারা তেন্ডুলকরকে বেশ চমৎকার দেখিয়েছে। ব্যালকনিতে কফির কাপ হাতে ছবি তুলেছেন তিনি।
3/10
সারা তেন্ডুলকরের ছবিতে যখন কার্তিক আরিয়ান কমেন্ট করেছিলেন, তখন তা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এই ছবিতে সারাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
4/10
অল ব্ল্যাক লুকে সারা তেন্ডুলকরকে সুন্দর দেখিয়েছে। সরল হাসি সৌন্দর্য্য আরও বাড়িয়ে দিয়েছে।
5/10
সারা তেন্ডুলকরের ফ্যাশন সেন্স খুবই পারফেক্ট। ছবিতে তাঁকে অফ সোল্ডার ক্রপ টপের প্রিন্টেড জেগিংসে খুবই মানিয়েছে।
6/10
ভিন্ন ভিন্ন জায়গা ঘুরে দেখতে খুবই পছন্দ করেন সারা তেন্ডুলকর। তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে তা বোঝা যায়। নিজের জন্মদিনে এই ছবি শেয়ার করেছিলেন তিনি।
7/10
কয়েকমাস আগে সারার ছবি ক্যামেরাবন্দি করেছিলেন আলোকচিত্রীরা। শপিং করে বেরিয়ে আসার পর তাঁর এই ছবি ধরা পড়েছিল ক্যামেরায়।
8/10
সারাকে তখন ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছিল।
9/10
আসলে সারা লাইম লাইটে থাকতে খুব একটা পছন্দ করেন না।
10/10
সোশাল মিডিয়ায় অবশ্য তাঁর ফ্যান ফলোয়িং প্রচুর।সারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা প্রায় ১২ লক্ষ।
Sponsored Links by Taboola