Sara Tendulkar Photos: নজরকাড়া লুকে সিনে তারকাদেরও টেক্কা দিতে পারেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর
মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের নজর কাড়ে। সারা সদ্যই স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন।সারা মাঝেমধ্যেই মুম্বই থেকে লন্ডন ও লন্ডন থেকে মুম্বইয়ে যাতায়াত করেন। তারকা সন্তান সারা তাঁর সিম্পল লুক ও চার্মি পার্সোলানালিটির জন্য সোশাল মিডিয়ায় নজর কাড়েন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পিচ ফেদার সোয়েটারে সারা তেন্ডুলকরকে বেশ চমৎকার দেখিয়েছে। ব্যালকনিতে কফির কাপ হাতে ছবি তুলেছেন তিনি।
সারা তেন্ডুলকরের ছবিতে যখন কার্তিক আরিয়ান কমেন্ট করেছিলেন, তখন তা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এই ছবিতে সারাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
অল ব্ল্যাক লুকে সারা তেন্ডুলকরকে সুন্দর দেখিয়েছে। সরল হাসি সৌন্দর্য্য আরও বাড়িয়ে দিয়েছে।
সারা তেন্ডুলকরের ফ্যাশন সেন্স খুবই পারফেক্ট। ছবিতে তাঁকে অফ সোল্ডার ক্রপ টপের প্রিন্টেড জেগিংসে খুবই মানিয়েছে।
ভিন্ন ভিন্ন জায়গা ঘুরে দেখতে খুবই পছন্দ করেন সারা তেন্ডুলকর। তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে তা বোঝা যায়। নিজের জন্মদিনে এই ছবি শেয়ার করেছিলেন তিনি।
কয়েকমাস আগে সারার ছবি ক্যামেরাবন্দি করেছিলেন আলোকচিত্রীরা। শপিং করে বেরিয়ে আসার পর তাঁর এই ছবি ধরা পড়েছিল ক্যামেরায়।
সারাকে তখন ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছিল।
আসলে সারা লাইম লাইটে থাকতে খুব একটা পছন্দ করেন না।
সোশাল মিডিয়ায় অবশ্য তাঁর ফ্যান ফলোয়িং প্রচুর।সারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা প্রায় ১২ লক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -