Saraswati Puja 2022: হলুদ শাড়ি-পাঞ্জাবিতে সাজল টলিউড, কেমন কাটল সরস্বতী পুজো?
বসন্ত পঞ্চমীতে হলুদ সাজে সাজলেন টলি তারকারা। বাড়ির পুজো মিটিয়ে অনেকেই পৌঁছে গিয়েছিলেন এসভিএফ-এর অফিসে। সেখানে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাজির ছিলেন অরিন্দম শীল, অঙ্কুশ হাজরা, সৌরসেনী মৈত্র ও স্বস্তিকা দত্ত।
বাবার সঙ্গে হাজির হয়েছিলেন শান্তিলাল মুখোপাধ্যায়। দুজনেই সেজেছিলেন পাঞ্জাবিতে।
হলুদ সাদা পোশাকে সেজেছিলেন দর্শনা বণিক। হাজির রইলেন এসভিএফের পুজোয়।
হলুদ পাঞ্জাবিতে হাজির ছিলেন অঙ্কুশ হাজরা। বাগদেবীর আরাধনায় সামিল হলেন তিনিও।
সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'বাবা বেবি ও'। নিজের বাড়ির পুজো সেরে এসভিএফের অফিসের পুজোয় হাজির সৌরসেনী মৈত্র।
লাল সাদা শাড়িতে অপরূপা সন্দীপ্তা সেন। বাণীবন্দনায় সামিল তিনিও।
হলুদ পাঞ্জাবী আর সাদা শালে সেজেছিলেন গৌরব। পাশে গোলাপি শাড়িতে দেবলীনা। এসভিএসের পুজোয় হাজির রইলেন জুটিতে।
একসঙ্গে হাজির ছিলেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। হলুদ শাড়িতে সেজেছেন ঋদ্ধিমা, মেরুণ পাঞ্জাবিতে সেজেছিলেন গৌরব।
বাণীবন্দনায় সামিল ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ছক ভেঙে পাশ্চাত্য পোশাকে সেজেছিলেন ঋদ্ধি, শাড়িতে স্নিগ্ধ সুরঙ্গনা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -