Saraswati Puja 2023: ঘরে ঘরে বাগদেবীর আরাধনা, সরস্বতী পুজোয় অন্য মুডে তারকারা

Saraswati Puja: বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস। সেই সঙ্গে মাঘ মাসের শুক্লা পঞ্চমী৷ পঞ্চমীতে বিদ্যার আরাধনা। পাড়ায়, স্কুলে, কলেজে পডুয়ারা ব্রতী সরস্বতী বন্দনায়।

ফাইল ছবি

1/8
আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমী৷ বাংলার ঘরে ঘরে বাগদেবী আরাধনা। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে জমজমাট বাঙালির ভ্যালেন্টাইন্স ডে৷
2/8
সুরে, ছন্দে বাগদেবীর আরাধনায় সামিল হৈমন্তী শুক্ল। ৪৫ বছর ধরে গল্ফগ্রিনের বাড়িতে পুজোর আয়োজন করছেন তিনি।
3/8
রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজের অফিসে সরস্বতী পুজোর জমজমাট আয়োজন। ইউভানকে নিয়ে শুভশ্রীও হাজির পুজোয়। ইউভান পুষ্পাঞ্জলিও দিল এদিন।
4/8
গায়িকা ইমন চক্রবর্তীও বাগদেবীর আরাধনা করলেন তাঁর প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে।
5/8
সরস্বতী পুজোর দিনে স্মৃতির সরনি বেয়ে ফেলে আসা দিনগুলো ফিরে দেখলেন চৈতি ঘোষাল।
6/8
সঙ্গীতশিল্পী সৌরেন্দ্র-সৌম্যজিৎ আজ তাঁদের ছাত্রছাত্রীদের নিয়ে বাগদেবীর আরাধনায় ব্যস্ত। গানে গানেই অঞ্জলি দিলেন তাঁরা।
7/8
সরস্বতী পুজোর দিনটা বাঙালির কাছে বরাবরই বাড়তি আকর্ষণের। এই দিনটিই যেন নস্টালজিয়া ভরা অ্যালবাম। অঙ্কুশ, ঐন্দ্রিলা, সবাই সামিল সরস্বতী পুজোর আনন্দে।
8/8
আজ আর শ্যুটিং নয়। সরস্বতী পুজোর দিনে উৎসবে মাতলেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়।
Sponsored Links by Taboola