Sargam Koushal News: ২১ বছর পরে ভারতকে খেতাব ফিরিয়ে দিলেন, সরগম দেশের মাটিতে পা রাখতেই উচ্ছ্বাস
Sargam Koushal News: ৩২ বছরের এই যুবতী একজন চিত্রশিল্পী ও লেখিকা। সরগম মডেলিংও করেন।
২১ বছর পরে ভারতকে খেতাব ফিরিয়ে দিলেন, সরগম দেশের মাটিতে পা রাখতেই উচ্ছ্বাস
1/10
ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন যিনি, আজ সেই মেয়ে ফিরলেন দেশের মাটিতে। সরগম কৌশল (Sargam Kaushal)।
2/10
২১ বছর পরে মিসেস ওয়ার্ল্ডের মুকুট ভারতকে ফিরিয়ে দিয়েছেন এই তরুণী বিবাহিতা। আজ মুম্বইতে ফিরলেন তিনি।
3/10
বিমানবন্দরে পা রাখা মাত্রই সরগমকে ঘিরে উচ্ছ্বাস। হালকা ক্রিম ও রুপোলি রঙের মিশেলে পোশাক পরেছিলেন সরগম। তাঁর মাথায় ছিল মুকুট।
4/10
ফুল-মালায় সংবর্ধনা জানানো হয় তাঁকে। গায়ে জড়িয়ে দেওয়া হয় ভারতের পতাকা। ভালবাসায় সেই পতাকা গায়ে জড়িয়ে নেন সরগম। তারপর তা নিয়ে চিত্রগ্রাহকদের জন্য পোজও দেন তিনি।
5/10
৩২ বছরের এই যুবতী একজন চিত্রশিল্পী ও লেখিকা। সরগম মডেলিংও করেন। অন্যদিকে গ্রেটার কাশ্মীরের ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করেন তিনি।
6/10
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হয়েছেন সরগম। এর আগে ভাইজ্যাকে শিক্ষকতা করতেন সরগম। তাঁর স্বামী নেভিতে কর্মরত।
7/10
৬৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে মিসেস ওয়ার্ল্ড-এর (Mrs. World) খেতাব ছিনিয়ে নিয়েছেন এই ভারতীয়।
8/10
বাড়ির সবার থেকে নিজের পেশাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন পেয়েছেন সরগম। তাঁর বাবা, মা থেকে শুরু করে স্বামী, সবাই তাঁকে সমর্থন করেন এই পেশা চালিয়ে নিয়ে যেতে।
9/10
খেতাব পেয়ে সরগম জানিয়েছেন, তিনি এই পেশার মর্যাদা রাখতে পারবেন কি না জানেন না, তবে চিরকাল তিনি চেষ্টা করে যাবেন তাঁর কাজের মাধ্যমে ভারতকে গর্বিত করার।
10/10
ভারতের মেয়ের ঘরের মাটিতে পা রাখার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Published at : 24 Dec 2022 01:02 AM (IST)