Saswata Chatterjee: শহরে নতুন 'বহুরূপী', একই সিনেমায় ৯টা লুকে চমক শাশ্বতর! দেখা যাবে কোন ছবিতে?
Saswata Chatterjee News: শাশ্বতর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, সেই কথা প্রকাশ্যে আনা হয়নি। তবে তাঁর একাধিক লুক নিঃসন্দেহে চমক লাগিয়েছে।
বহুরূপে সম্মুখে তোমার
1/10
সামনেই মুক্তি পাচ্ছে একেনবাবু সিরিজের নতুন ছবি 'বেনারসে বিভীষিকা'। আর সেই ছবিতেই রয়েছে চমকের ওপর চমক।
2/10
ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। তবে এই ছবিতে অন্যতম আকর্ষণ শাশ্বত চট্টোপাধ্যায়। অভিনেতাকে এই ছবিতে দেখা যাবে বিভিন্ন লুকে।
3/10
এবার একেনবাবু-র গন্তব্য বেনারস। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার নতুন সিনেমা আসতে চলেছে। সেই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাশ্বতে। আজ প্রকাশ্যে এল অভিনেতার একাধিক লুক।
4/10
কখনও পুলিশ থেকে শুরু করে গল্প দাদু, বিভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। প্রত্যেকটা লুকেই তিনি ভীষণ অচেনা। একই ছবিতে ৯টি লুকে দেখা যাবে তাঁকে।
5/10
শাশ্বতর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, সেই কথা প্রকাশ্যে আনা হয়নি। তবে তাঁর একাধিক লুক নিঃসন্দেহে চমক লাগিয়েছে।
6/10
গল্প দাদু থেকে পুলিশ, কখনও বা পার্শি.. ছবির এক একটি অধ্যায়ে, এক এক রকম লুক তাঁর। প্রত্যেক লুকেই নতুন নতুন চমক রয়েছে, এমনটাই জানাচ্ছেন পরিচালক।
7/10
পরিচালকের দাবি, শাশ্বতকে পার্শি লুকে সবচেয়ে বেশি মানিয়েছে। তবে অন্যান্য প্রত্যেকটা লুকই পরিচালকের বেশ পছন্দ
8/10
মে মাসের ১৬ তারিখ মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবির সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। গল্পের লেখক সুজন দাশগুপ্ত
9/10
এর আগে কখনও একেনবাবুর গল্পের অংশ ছিলেন না শাশ্বত চট্টোপাধ্যায়। অনুরাগীরা মনে করছেন, তাঁর উপস্থিতি নতুন চমক দিতে পারে ছবিতে।
10/10
ছবিতে শাশ্বতর প্রত্যেকটি লুকের ছবিই প্রকাশ্যে এনেছে এবিপি লাইভ।
Published at : 21 Apr 2025 11:09 AM (IST)