Eken Babu Cast: একেনবাবুর গল্পে অভিনেতা যোগ, চমক হয়ে থাকছেন শাশ্বত, ইশা, গৌরব

Eken Babu Cast Announcement: এবারের একেন-এর টিমে হয়েছে একাধিক অভিনেতা যোগ। নজর রাখা যাক সেই খবরে।

একেনবাবুর গল্পে অভিনেতা যোগ!

1/11
এবার একেনবাবু পাড়ি জমাচ্ছেন বেনারসে। একেনবাবুর নতুন গল্প 'বেনারসে বিভীষিকা'-র শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গোটা টিম এখন বেনারসে শ্যুটিংয়ে ব্যস্ত। আর এবারের একেন-এর টিমে হয়েছে একাধিক অভিনেতা যোগ। নজর রাখা যাক সেই খবরে।
2/11
এবারেও একেন রহস্যের পরিচালক হিসেবে থাকছেন জয়দীপ মুখোপাধ্যায়। একেনবাবুর চরিত্রে যথারীতি দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। বাপির চরিত্রে আগের মতোই থাকছেন সুহোত্র মুখোপাধ্যায়।
3/11
এবারে একেন বাবুর টিমে সবচেয়ে বড় চমক যে অভিনেতা, তিনি হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। 'বেনারসে বিভীষিকা' ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই প্রথম একেন ফ্যাঞ্চাইজ়িতে কাজ করছেন শাশ্বত
4/11
একেনবাবুর টিমের দ্বিতীয় চমক অবশ্যই ইশা সাহা। তিনিও প্রথমবার একেন ফ্যাঞ্চাইজ়িতে কাজ করছেন। তাঁর যে লুক প্রকাশ্যে এসেছে সেখানেও চমক রয়েছে। একজন অবাঙালি বধূর চরিত্রে দেখা যাবে তাঁকে।
5/11
এবার প্রথম একেনবাবুর ছবিতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী ও। প্রকাশ্যে এসেছে তাঁর লুক। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
6/11
এছাড়াও এই ছবিতে রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়। তাঁর যে লুক প্রকাশ্যে এসেছে। সেখানেও চমক রয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
7/11
একেন ফ্রাঞ্চাইজি-তে এই প্রথমবার কাজ করছেন ঋষভ বসু। গল্পে তাঁকে ঘিরেই রহস্যের জাল আবর্তিত হবে। একেন বাবু কে পারবেন তাঁকে বাঁচাতে? সেই উত্তর দেবে গল্প।
8/11
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসুকে। তাঁর যে লুক প্রকাশ্যে এসেছে সেখানেও চমক রয়েছে। তবে কাকে কোন চরিত্রে দেখা যাবে তা নির্মাতা সংস্থারা এখনও প্রকাশ্যে আনতে নারাজ।
9/11
এছাড়াও এই ছবিতে রয়েছে সাগ্নিক চট্টোপাধ্যায়, কৌশিক হাফিজ, সৃজা ভট্টাচার্য্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র। প্রত্যেকটা চরিত্রেরই নিজস্ব গল্প রয়েছে আর প্রত্যেকের উপস্থিতি রহস্যকে আরও জটিল করে তুলবে।
10/11
'শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবলে'ও 'এই রাত তোমার আমার'-এর সাফল্যের পরে 'বেনারসে বিভীষিকা'-র পরিকল্পনা করা হয়েছে হইচই স্টুডিও-এর তরফ থেকে। ফের একবার বড়পর্দায় হবে 'একেনগিরি'
11/11
এই ছবিতে এবার যেহেতু একাধিক নতুন চরিত্রদের দেখা যাবে, সেই জন্য দর্শকদের প্রত্যাশা, এবারের গল্প হবে আরও রহস্যময়, আরও জোরদার। সব উত্তর মিলবে বড়পর্দায়
Sponsored Links by Taboola