'Satvut Advut': প্রীতম সরকারের 'সৎ ভূত অদ্ভুত' ছবিতে ভূতের রাজা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে শ্যুটিংয়ের ছবি
ফের বড়পর্দায় দেখা মিলবে ভূতের রাজার। আর এবার সেই ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসছে পরিচালক প্রীতম সরকারের 'সৎ ভূত অদ্ভুত'। অভিনয়ে একাধিক পরিচিত মুখ।
ছবির শ্যুটিং সেট থেকে প্রকাশ্যে এল বেশ কিছু ছবি।
এই সিনেমায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় , পার্থ সারথি, প্রসূন গাইন, রাজু মজুমদার, পূজা সরকার, ইভলিনা চক্রবর্তী সহ আরও অনেকে।
গত ২২ এপ্রিল ছবির নাম ঘোষণা হয়। গল্পটির প্রেক্ষাপট মূলত আবর্তিত হয়েছে দুই বন্ধুকে ঘিরে। দুই বন্ধুর নাম বিল্টু আর রানা।
পেশায় তারা চোর এবং টিকিট ব্ল্যাকার। কিন্তু এমন কাজে ঝুঁকি তো আছেই।
এই কাজে যে কোনও সময়ে তারা ধরা পড়তে পারে। আর ঠিক হলও তাই।
এসব বেআইনি কাজ করতে করতে একদিন তারা ধরা পড়ে যায় এবং বেধড়ক মার খায়। অবশেষে, প্রচণ্ড মারধর খেয়ে ঘন জঙ্গলে সেই অবস্থায় তারা চলে যায়।
এরপরেই তাদের মাথায় আসে এক অদ্ভুত বুদ্ধি। ঠিক এখান থেকেই গল্পের এক নতুন পর্বের শুরু হয়।
দুই অসৎ ছেলের সৎ পথে সমাজে বেঁচে থাকার সঙ্গে লড়াইয়ের গল্প। শর্ত পূরণের তাগিদে সমাজের বড় বড় মহারথীদের সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে তাদের জীবনের ছন্দ বদলাবে। এই নিয়েই গল্প।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -