Durga Puja 2022 : ব্যস্ত জিটি রোডের ধারে মনাস্ট্রির শান্তি, নবান্নর অদূরে নজর কাড়তে তৈরি নতুনপল্লি সর্বজনীন
গত ২ বছরের করোনা সঙ্কট কাটিয়ে উঠে এবার নতুন উদ্যমে উমা-আরাধনায় মাততে তৈরি বাঙালি। জেলার মণ্ডপগুলিতেও এবার এক্সপেরিমেন্টের ছোঁয়া। নবান্নর অদূরে এই দুর্গাপুজোর প্যান্ডেলে অভিনবত্বের ছোঁয়া চোখে পড়বে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাওড়ার নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের এবার ৫৪ বছর। তাদের মণ্ডপের থিম অনন্ত শান্তি।
আপাত শান্ত পুরো পাড়াটাই সেজে উঠেছে রঙিন সাজে। চারিদিকে ফতফত করে উড়ছে মনাস্ট্রির মতো শান্তি-পতাকা। রয়েছে ধর্মচক্রও।
নতুন পল্লির আবহটাই বদলে গিয়েছে যেন। চারিদিকে যেন বিরাজ করছে অনন্ত শান্তি।
সারা পৃথিবী জুড়ে চলা নানা অশান্তি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই এবার কথা বলছে এই মণ্ডপের শিল্প।
ভাবনায় রং তুলি আর্ট অ্যাকাডেমি। পাহাড়ি পরিবেশে যেমন বৌদ্ধ গুম্ফাগুলি শান্তির বার্তা বয়ে আনে, তেমনই দক্ষিণ হাওড়ার জিটি রোডের ধারে ব্যস্ততা, কলরব যেন থমকে গিয়েছে এই পাড়ায় এসে।
মাতৃমূর্তিতেও রয়েছে অদ্ভুত এক স্লিগ্ধতা। হাওড়ার এই পুজো দশকের পর দশক ধরে বহু দর্শনার্থীর আকর্ষণ। বেশিরভাগ সময় সাবেকি প্রতিমায় সেজে ওঠে নতুন পল্লি।
ধর্মচক্রগুলি সকলের নজর কাড়বে। মৈত্রীর বার্তা ছড়াতেই এই প্রয়াস , জানানো হল কমিটির তরফে।
এখন থেকেই দর্শক আনাগোনা শুরু হয়েছে মণ্ডপ মণ্ডপে। উদ্যোক্তাদের আশা, শিল্প-প্রেমীদের মন ভরাবে এই মণ্ডপের ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -