Satyajit Roy: সর্বকালের সেরা ১০ ছবির তালিকায় জোড়া ছবি সত্যজিত রায়ের, সেরা 'পথের পাঁচালি'

Satyajit Roy News: ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক-এর তরফে গোপনে একটি নির্বাচন করা হয়েছিল।

সর্বকালের সেরা ১০ ছবির তালিকায় জোড়া ছবি সত্যজিত রায়ের, সেরা 'পথের পাঁচালি'

1/10
বাঙালিয়ানার মুকুটে নতুন পালক। কিংবদন্তি সিনেমাকে সম্মানিত করল ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক (International Federation of Film Critics)।
2/10
সত্যজিৎ রায় (Satyajit Roy) নির্মিত 'পথের পাঁচালি' (Pother Panchali) -কে সর্বকালের সেরা ভারতীয় ছবির সম্মান দেওয়া হল।
3/10
ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক-এর তরফে গোপনে একটি নির্বাচন করা হয়েছিল। এই নির্বাচনে অংশ নিয়েছিলেন ৩০ জন।
4/10
আর সেই নির্বাচন থেকেই বেছে নেওয়া হয়েছে ভারতের সেরা ১০ ঐতিহাসিক ছবিকে। আর এই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে 'পথের পাঁচালি'-র।
5/10
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৯২৯ সালে লেখা উপন্যাস অবলম্বনে পথের পাঁচালি তৈরি করেন সত্যজিৎ রায়। এটিই তাঁর তৈরি করা প্রথম ছবি।
6/10
ছবিটিতে অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায় (Subir Banerjee), কানু বন্দ্যোপাধ্যায় (Kanu Banerjee), করুণা বন্দ্যোপাধ্যায় (Karuna Banerjee), ঊমা দাশগুপ্ত (Uma Dasgupta), পিনাকী সেনগুপ্ত (Pinaki Sengupta) ও চুনীবালা দেবী (Chunibala Devi)।
7/10
'পথের পাঁচালি' ছিল অপু ট্রিলজির প্রথম অংশ। ১৯৫৫ সালে তৈরি হয়েছিল এই ছবি। এরপর অপুর জীবনী নিয়ে আরও দুটি ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। 'অপরাজিত' ও 'অপুর সংসার'।
8/10
শুধু তাই নয়, এই তালিকার দ্বিতীয় স্থানও দখল করেছে আরও একটি বাংলা ছবি। 'মেঘে ঢাকা তারা'। ১৯৬০ সালে এই ছবিটি তৈরি করেছিলেন ঋত্বিক ঘটক।
9/10
এছাড়াও তালিকার সপ্তম স্থান দখল করে নিয়েছেন সত্যজিৎ রায় পরিচালিত 'চারুলতা' ছবিটি।
10/10
এই ছবিতে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় (Madhobi Mukherjee), সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও শৈলেন মুখোপাধ্যায়।
Sponsored Links by Taboola