Satyaprem Ki Katha: প্রেমের সুরে জমাটি বলিউডি গান উপহার দিলেন কার্তিক-কিয়ারা

Satyaprem Ki Katha News: মূলত গরবা থিমের ওপর তৈরি একটি গান, যার তালে পা মেলাতে দেখা গিয়েছে নায়ক নায়িকাকে।

প্রেমের সুরে জমাটি বলিউডি গান উপহার দিলেন কার্তিক-কিয়ারা

1/10
সদ্য মুক্তি পেয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani) আর কার্তিক আরিয়ান (Kartik Aryaan) অভিনীত 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Katha)-র নতুন গান।
2/10
নতুন গান 'শুন সজনী' (Sun Sajni) মূলত গরবা থিমের ওপর তৈরি একটি গান, যার তালে পা মেলাতে দেখা গিয়েছে নায়ক নায়িকাকে।
3/10
ছবির নায়িকা অর্থাৎ কিয়ারা আগেই জানিয়েছিলেন, গোটা ছবির মধ্যে এই গানটি তাঁর অন্যতম প্রিয় একটি গান। আর আজ সোশ্যাল মিডিয়ায় এই গানটি শেয়ার করে নিয়েও তিনি সেই কথা লিখেছেন।
4/10
মুম্বইতে এই গান লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কার্তিক ও কিয়ারা। একটি লাল পালাজোর সঙ্গে ক্রপটপ পরেছিলেন কিয়ারা, সঙ্গে ছিল লাল ফুলেল কাজ করা ফুলহাতা পা ছোঁয়া জ্যাকেট।
5/10
অন্যদিকে কার্তিক পরেছিলেন গোলাপি কুর্তা। দুজনেই আজ জমিয়ে দিয়েছিলেন গান মুক্তির আসর। মুক্তি পাওয়া গানে জমিয়ে গরবার তালে পা মেলাতে দেখা গেল নায়ক নায়িকাকে। গাঢ় ঝলমলে পোশাকে কার্তিক ও কিয়ারা একেবারে মানানসই।
6/10
২৯ জুন মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবির হাত ধরে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী দ্বিতীয়বার একসঙ্গে জুটি বেঁধেছেন। ২০২২ সালে তাঁদের একসঙ্গে ছবি 'ভুল ভুলাইয়া ২' বিপুল সাফল্য লাভ করে।
7/10
সত্য প্রেম কি কথা' ছাড়াও কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানের একগুচ্ছ ছবি রয়েছে পাইপলাইনে।
8/10
হংসল মেটার সঙ্গে কার্তিক আরিয়ান 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিটি করছেন। এছাড়া 'আশিকি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে তাঁকে দেখা যাবে।
9/10
অন্যদিকে, ২০২২ সালে মুক্তি পায় কিয়ারা আডবাণীর ছবি 'গোবিন্দা নাম মেরা', 'যুগ যুগ জিও' ও 'ভুল ভুলাইয়া ২'। এছাড়া রাম চরণের সঙ্গে তাঁকে দেখা যাবে একটি ছবিতে।
10/10
সঙ্গত, 'সত্য প্রেম কি কথা' ছবির হাত ধরে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট ও নমহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় আসছে। এছাড়া ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সমীর বিদ্বানস।
Sponsored Links by Taboola