Saurav-Darshana: একে অপরের পা ছুঁয়ে প্রণাম, সমান সম্মান-ভালবাসা-আলিঙ্গনে সৌরভ-দর্শনার ভাতকাপড়
টলিপাড়ায় বিয়ের মরশুম। ডিসেম্বরের ১৫ তারিখ, সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতার এক পাঁচতারা হোটেলে বসে তাঁদের বিয়ের আসর। হই হুল্লোড় করে, গানে, মজায় আড্ডায় বিয়ে সারেন তারকা জুটি।
শুক্রবার বিয়ে সেরে, শনিবার হুডখোলা ভিন্টেজ রোলস রয়্যালসে চড়ে নববধূকে নিয়ে বাড়ি যান অভিনেতা।
গাড়িতে বসে সৌরভ, তাঁর কাঁধে মাথা দিয়ে দর্শনা। সদ্যবিবাহিত জুটিকে নিয়ে শহরের রাস্তা ধরে ভিন্টেজ গাড়ির ছুটে চলার ভিডিও ভাইরাল হয়েছে।
রবিবার ঘরোয়া অনুষ্ঠানে ভাতকাপড়ের আয়োজন করা হয়। লাল শাড়ি, গা-ভর্তি গয়না, নতুন কনের সাজে সুন্দরী দর্শনা।
তাঁর হাতে ভাতকাপড়ের থালা তুলে দিচ্ছেন সৌরভ, তাঁর পরনে সাদা পাজামা-পাঞ্জাবী।
এই সময়েরই একটি দৃশ্যে মনজয় করেন সৌরভ। নিয়ম মেনে যেই বরের পা ছুঁয়ে প্রণাম করলেন দর্শনা, ওমনি স্ত্রীয়ের পা ছুঁয়ে প্রণাম সারলেন সৌরভও।
একে অপরের প্রতি সমান সম্মান, মর্যাদা, ভালবাসা ও আনন্দের সঙ্গেই কাটল ভাতকাপড়ের মুহূর্ত। সকলেই সৌরভের কীর্তিতে অবাক হলেও হয়েছেন খুশিও।
প্রণাম সেরেই একে অপরকে বাহুডোরে বাঁধেন নবদম্পতি। দর্শনা ও সৌরভের জীবনের এই নতুন ইনিংসে রইল অঢেল শুভেচ্ছা।
দর্শনা ও সৌরভের বিয়েতে হাজির ছিল গোটা টলিপাড়া। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -