Sayantani Guhathakurta: দীপাবলির সাজে নজরকাড়া সায়ন্তনী, জানালেন কেমন ছিল তাঁর ছেলেবেলার কালীপুজো
বড়পর্দা থেকে ওয়েব সিরিজ, ইদানীং একাধিক প্ল্য়াটফর্মে কাজ করছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি দীপাবলির সাজে ক্য়ামেরাবন্দী হলেন তিনি।
শাড়ি, লেহেঙ্গা হোক কিমবা ওয়েস্টার্ন সব লুকেই সায়ন্তনী নজর কাড়লেন নেটিজেনদের।
সব পোশাকের সঙ্গে ছিল মানানসই গয়না।
এবিপি লাইভকে সায়ন্তনী জানালেন, ছেলেবেলার কালীপুজোর কথা এখনও তাঁর স্মৃতিতে উজ্জ্বল। মনে পড়ে ভাইবোন আত্মীয়স্বজন সবাই মিলে একসঙ্গে বাজি ফাটানোর কথা।
সায়ন্তনীর কথায় উঠে এল তাঁর বাবার প্রসঙ্গও। প্রত্য়েক বছর কালীপুজোতে অভিনেত্রীর বাবাই বাজি নিয়ে আসতেন। আর সবাই সেই অপেক্ষা করে থাকতেন।
তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাজি ফাটানো বন্ধ হলেও এখনও বাড়ির সকলে মিলে সারা বাড়িতে প্রদীপ জ্বালাতে ভোলেন না সায়ন্তনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -