Diwali Wish 2021 : বাংলায় না ইংরেজিতে, দীপাবলিতে কোন ভাষায় শুভেচ্ছা জানাতে চান প্রিয়জনকে? রইল ১০টি অপশন
'অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো।' রবীন্দ্রনাথের গানেই শুভেচ্ছা জানাতে পারেন দীপাবলি উৎসবের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App' কালী, তুই প্রলয়রূপিণী, আয় মা গো আয় মোর পাশে । সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল-নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারি কাছে আসে ।' এই লাইনগুলি স্বামী বিবেকানন্দের “Kali The Mother” কবিতার বঙ্গানুবাদ থেকে নেওয়া। যা https://media.belurmath.org/ থেকে প্রাপ্ত। কালীপুজোয় শুভেচ্ছা জানাতে এর থেকে ভাল লাইন কীই বা হতে পারে।
'অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়' - অমাবস্যার অন্ধকারে পথ দেখাতে পারেন তো মা কালীই । শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারেন এই লাইনগুলিও।
'আরো আলো আরো আলো / এই নয়নে, প্রভু, ঢালো' - আলোর উৎসবে জ্ঞানচক্ষু খুলে দেওয়ার প্রার্থনা ঈশ্বরের কাছে। আপনার শুভেচ্ছা বার্তায় থাকতে পারে এটুকুই।
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন''...শ্যামা-মাকে এই গানেই বন্দনা করেন অনেকে। আপনার শুভেচ্ছা বার্তাতেও থাকতেই পারে এই লাইনগুলি।
আপনার শুভেচ্ছা পাঠানোর পছন্দের ভাষা ইংলিশ হলে, উইশ করতে পারেন। আজকের দিনটিকে অনেকে ছোটি দেওয়ালিও বলে থাকেন। তাই লিখুন, 'May this Choti Diwali fill your heart with enthusiasm and joy ' '
'May millions of lamps illuminate your life with joy, prosperity, health and wealth' বার্তা দিন এটুকুই।
May light always guide your way towards success & happiness -- লিখে ফেলুন এসএমএস-এ
May good triumph over evil, love over hate - প্রার্থনা রাখুন সবার জন্য
আর সব শেষে ছোট্ট অথচ অর্থময় বার্তা - আজ কালো মেয়েই ঘরে আলো আনুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -