Sean in New Web Series: ঐশ্বর্য্যর সঙ্গে 'হনিমুন'-এ গিয়ে বিপদে পড়লেন শন!

Sean Benerjee: থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট পাহাড়। সিরিজের শ্যুটিং হয়েছে বিশাখাপত্তনম, আরাকু ভ্যালির মতো সব লোকেশনে। সিরিজের গল্প একটি হনিমুন বা মধুচ্ন্দ্রিমা ট্রিপকে কেন্দ্র করে

Continues below advertisement

ঐশ্বর্য্যর সঙ্গে 'হনিমুন'-এ গিয়ে বিপদে পড়লেন শন!

Continues below advertisement
1/9
: এবার ওয়েব সিরিজে (Web Series) শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি পাবে নতুন ওয়েব সিরিজ হনিমুন (Honeymoon)।
2/9
সৌমিক চট্টোপাধ্যায়ের (Soumik Chatterjee)-র পরিচালনায় তৈরি হয়েছে নতুন এই সিরিজ। অভিনয়ে শন ছাড়াও রয়েছেন ঐশ্বর্য্য সেন (Aishwariya Sen), সুব্রত দত্ত (Subroto Dutta), অদৃজা ঘোষ, অনু চট্টোপাধ্যায়, সুমি চক্রবর্তী, তরুণ চক্রবর্তী ও অন্যান্যরা।
3/9
থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট পাহাড়। সিরিজের শ্যুটিং হয়েছে বিশাখাপত্তনম, আরাকু ভ্যালির মতো সব লোকেশনে।
4/9
সিরিজের গল্প একটি হনিমুন বা মধুচ্ন্দ্রিমা ট্রিপকে কেন্দ্র করে। সুখী দম্পতি ঈশান ও রঞ্জিনী তাদের মধুচন্দ্রিমা কাটাতে যায় পাহাড়ে আর সেখানে গিয়ে তাদের আলাপ হয় তৃতীয় এক ব্যক্তির সঙ্গে। নাম শেখর।
5/9
এই ব্যক্তির ঠিক কী যোগ রয়েছে রঞ্জিনির অতীতের সঙ্গে? ঈশান রঞ্জিনিকে জানিয়ে দেয়, সে তার অতীত সম্পর্কে কিছু জানতে চায় না মোটেই।
Continues below advertisement
6/9
আর এই দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য ঈশানের জানাও হয়না রঞ্জিনির সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ অতীতের কথা
7/9
রঞ্জিনী দেখে একজন হুডি পড়া লোক তাকে অনুসরণ করছে হনিমুনে গিয়ে। রঞ্জিনি ভয় পেলেও ঈশানকে কিছু বলতে পারে না।
8/9
শেষে স্মরণাপন্ন হয় এক মনোবিদের। গল্পের বাঁকে বাঁকে ধীরে ধীরে খুলতে থাকে অতীতের সমস্ত রহস্য। কোন পথে যাবে ঈশান আর রঞ্জিনির সম্পর্ক? সেই উত্তর মিলবে গল্পে।
9/9
এই সিরিজ সম্পর্কে পরিচালক সৌমিক বলছেন, 'সি.রিজের কাস্ট আর ক্রু সবাই ভীষণ প্রতিভাবান আর দারুণ কাজ করেছে। এই ছবিতে আমার উপরি পাওনা হল, বিশাখাপত্তনম, আরাকু ভ্যালির মতো সুন্দর জায়গায় শ্যুটিং। ক্লিক সবসময়েই নতুন কাজ করতে ভীষণ উৎসাহ যোগায়। ঐশ্বর্য্যর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই চালিয়ে যাওয়া চরিত্রটি ঐশ্বর্য্য দারুণ ফুটিয়ে তুলেছে। ঐশ্বর্য্যর মতোই সুব্রতর সঙ্গেও এটা আমার দ্বিতীয় কাজ, 'ব্যোমকেশ', নলিনিকান্তের পরে। সুব্রত অনেকগুলো শেডের একটা অত্যন্ত জটিল চরিত্রে অনবদ্য অভিনয় করেছে। আর শনের সঙ্গে এটা আমার প্রথম কাজ হলেও আমি বলব ও ওর চরিত্রটায় প্রাণ ঢেলে অভিনয় করেছে।'
Sponsored Links by Taboola