Entertainment News: ফিল্মের প্রচারে বেরিয়ে কোন ব্যর্থতার 'দায়' মানলেন অক্ষয়?

Akshay Kumar : জনপ্রিয়তায় তিনি হামেশাই ৩ খানকে টেক্কা দেন। স্বাস্থ্য সচেতনতার জন্যও অত্যন্ত সমাদৃত টিনসেল টাউনে। সেই অক্ষয় কুমারের নতুন ছবি কাটপুতলি-র প্রচার।

নতুন ছবির প্রচারে কী বললেন অক্ষয় কুমার?

1/8
জনপ্রিয়তায় তিনি হামেশাই ৩ খানকে টেক্কা দেন। স্বাস্থ্য সচেতনতার জন্যও অত্যন্ত সমাদৃত টিনসেল টাউনে।
2/8
সেই অক্ষয় কুমারের নতুন ছবি 'কাটপুতলি'-র প্রচার। শনিবার মুম্বইয়ে এ নিয়ে এক অনুষ্ঠানে হাজির ছিলেন ছবিতে অক্ষয়ের সহকর্মী রকুলপ্রীত সিং-ও।
3/8
সেই অনুষ্ঠানেই হালে বক্স অফিসে নিজের 'ব্যর্থতা' নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হল 'খিলাড়ি'-কে।
4/8
'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রক্ষা বন্ধন'-- অক্ষয়ের পর পর তিনটি ছবিই ফ্লপ। কী ব্যাখ্যা এর?
5/8
'আমার ছবি যদি না চলে, তার দায় আমাদের বা নির্দিষ্ট ভাবে আমারই', জবাবে স্পষ্ট বললেন অক্ষয়।
6/8
দর্শকের চাহিদা অনুযায়ী নিজেকে বদলাতে চান তিনি, জানালেন সেই কথাও। তবে ছবি না চলার ব্যর্থতা মেনে নিলেন পুরোপুরি।
7/8
এদিনের অনুষ্ঠানে হাজির রকুলপ্রীত সিং-কে গোলাপি পোশাকে দুরন্ত লাগছিল।
8/8
ছবিতে এক জন পুলিশকর্মীর ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সদলবলে 'সিরিয়াল কিলার'-র পিছনে ধাওয়া করবেন তিনি। সেই দলে যোগ দেবেন রকুলপ্রীতও।
Sponsored Links by Taboola