Entertainment News: ফিল্মের প্রচারে বেরিয়ে কোন ব্যর্থতার 'দায়' মানলেন অক্ষয়?
জনপ্রিয়তায় তিনি হামেশাই ৩ খানকে টেক্কা দেন। স্বাস্থ্য সচেতনতার জন্যও অত্যন্ত সমাদৃত টিনসেল টাউনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই অক্ষয় কুমারের নতুন ছবি 'কাটপুতলি'-র প্রচার। শনিবার মুম্বইয়ে এ নিয়ে এক অনুষ্ঠানে হাজির ছিলেন ছবিতে অক্ষয়ের সহকর্মী রকুলপ্রীত সিং-ও।
সেই অনুষ্ঠানেই হালে বক্স অফিসে নিজের 'ব্যর্থতা' নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হল 'খিলাড়ি'-কে।
'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রক্ষা বন্ধন'-- অক্ষয়ের পর পর তিনটি ছবিই ফ্লপ। কী ব্যাখ্যা এর?
'আমার ছবি যদি না চলে, তার দায় আমাদের বা নির্দিষ্ট ভাবে আমারই', জবাবে স্পষ্ট বললেন অক্ষয়।
দর্শকের চাহিদা অনুযায়ী নিজেকে বদলাতে চান তিনি, জানালেন সেই কথাও। তবে ছবি না চলার ব্যর্থতা মেনে নিলেন পুরোপুরি।
এদিনের অনুষ্ঠানে হাজির রকুলপ্রীত সিং-কে গোলাপি পোশাকে দুরন্ত লাগছিল।
ছবিতে এক জন পুলিশকর্মীর ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সদলবলে 'সিরিয়াল কিলার'-র পিছনে ধাওয়া করবেন তিনি। সেই দলে যোগ দেবেন রকুলপ্রীতও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -