Bappi Lahiri Birth Anniversary : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, ৯ হাজারের বেশি গান; জন্মদিনে ফিরে দেখা বাপি লাহিড়ির 'অমর' সৃষ্টি
চলতি বছরেই প্রয়াত হয়েছেন এভারগ্রিন 'ডিস্কো কিং' বাপি লাহিড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর।
এই কিংবদন্তির ঝুলিতে রয়েছে একের পর এক হিট গান। যার মধ্যে সেরা কয়েকটিকে বেছে নেওয়া কঠিন। আজ জন্মবার্ষিকীতে দেখে নেওয়া যাক- তাঁর এমন কয়েকটি গান যেগুলি আজও শ্রোতার মণিকোঠায় রয়ে গেছে।
কেরিয়ারে প্রথম বড়সড় সাফল্য নিয়ে আসে 'ডিস্কো ডান্সার' । এমনকী মিঠুন চক্রবর্তীও তাঁর অভিনয় জীবনে অভাবনীয় সাফল্য পান বাপি লাহিড়ির সৃষ্টি এই গানের তালে নেচে।
এখনও পর্যন্ত ৮০-র দশকের অ্যতম সেরা গানের তালিকায় রয়েছে এটি। গেয়েছিলেন বিজয় বেনেডিক্ট।
আরও একটি 'রত্ন' ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ছবি 'সাহেব'-এর গান 'ইয়ার বিনা চ্যান কাহা রে'।
'নমক হালাল' সিনেমার 'রাত বাকি বাত বাকি' গানটি কে ভুলতে পারে! এই গানে গলা দেন কিংবদন্তি আশা ভোসলে ও বাপি লাহিড়ি নিজে। গানটিতে পারভিন ববির উজ্জ্বল কালো পোশাক ও তাঁর মুভ আজও দর্শকদের সম্মোহিত করে।
তবে, শুধু ডিস্কো-ভিত্তিক গান কম্পোজ করা-ই নয়, 'পেয়ার মাঙ্গা হ্যায় তুমহিসে'-র মতো রোম্যান্টিক গানও রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ছবি 'কলেজ গার্ল'-এ থাকা এই গানটিতে গলা দিয়েছে কিংবদন্তি শিল্পী কিশোর কুমার।
'তাম্মা তাম্মা লোগে' গানটি মনে আছে ? 'থানেদার' সিনেমার এই গানটি বাপি লাহিড়ির কেরিয়ারের অন্যতম সফল সৃষ্টি।
গানটি গেয়েছেন বাপি লাহিড়ি ও অনুরাধা পোড়ওয়াল। প্রয়াত সরোজ খানের কোরিওগ্রাফিতে এই গানের তালে কোমর দোলান সঞ্জয় দত্ত ও মাধুরী দিক্ষিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -