Amazon Original Series : থ্রিলার-রোমাঞ্চকর কাহিনি, অ্যামাজনের এই ওয়েব সিরিজগুলি মিস করছেন না তো ?
মেড ইন হেভেন
1/10
মির্জাপুর
2/10
মির্জাপুরের সবথেকে ক্ষমতাশালী মাফিয়ার ছেলে মুন্না। মূলত তাকে কেন্দ্র করেই এগিয়েছে এই ওয়েব সিরিজ। এক বিয়ের অনুষ্ঠানে এক আইনজীবীর পরিবারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে মুন্না। তারপর যত এগিয়েছে রোমাঞ্চকর হয়ে উঠেছে এই সিরিজ।
3/10
দ্য ফ্যামিলি ম্যান
4/10
ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিতে কাজ করা এক ব্যক্তির জীবনকে নিয়ে গড়ে উঠেছে এই সিরিজ। যিনি দেশের হয়ে সন্ত্রাসের মোকাবিলার পাশাপাশি নিজের পরিবারকেও রক্ষা করছেন।
5/10
মুম্বই ডায়েরিজ
6/10
মুম্বইয়ে জঙ্গি হামলার ঘটনা তুলে ধরা হয়েছে। ঘটনার কথা চিকিৎসকদের চোখ দিয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে জঙ্গি হামলার পর স্থানীয় হাসপাতালকে কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তা বলা হয়েছে।
7/10
পাতাল লোক
8/10
এই থ্রিলার সিরিজে এক সাংবাদিককে খুনের চেষ্টার ঘটনার তদন্তে নামেন এক পুলিশকর্মী। তদন্তে নেমে তিনি চার সন্দেহভাজনের ভয়ঙ্কর অতীতের কথা জানতে পারেন।
9/10
মেড ইন হেভেন
10/10
দুই বিয়ে-আয়োজকের কাহিনি। যাঁরা ক্লায়েন্টদের সামনে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন তুলে ধরেন। তাঁরা প্রায় মিথ্যা কথা বলেন, ব্যবসা চালানোর জন্য মানুষের সঙ্গে প্রতারণাও করেন।
Published at : 14 Nov 2021 04:13 PM (IST)