KK's Last Rites : চোখের জলে আজ শেষ বিদায় 'গানের জাদুকর'-কে, কোথায়-কখন শেষকৃত্য কেকে-র
সুরেলা অধ্যায়ের পরিসমাপ্তি। চোখের জলে আজ গোটা দেশ শেষ বিদায় জানাবে গানের জাদুকরকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ে ভারসোভা শ্মশানে কে কে-র শেষকৃত্য সম্পন্ন হবে।
শেষ শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আন্ধেরি ওয়েস্টে পার্ক প্লাজার বাসভবনে শায়িত রয়েছে মরদেহ।
এরপর দুপুর ১টা থেকে শুরু হবে শেষযাত্রা।
শ্রদ্ধা জানাতে শিল্পীর বাড়িতে যান হরিহরণ। কে কে-র বাড়ির সামনে অনুরাগীদের ভিড়ও জমেছে।
কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত হন সঙ্গীত শিল্পী কেকে। শোকে মূহ্যমান শিল্পী মহল থেকে অনুরাগীরা।
এরপর কেকে-র মরদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে। শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।
সেখানে পৌঁছনোর পরে কান্নায় ভেঙে পড়েন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী-সহ পরিবার।
বৃহস্পতিবার সকালে কেকে’র মৃতদেহ পৌঁছয় মুম্বইয়ের বাড়িতে।
কেরিয়ারে ২০০টিরও বেশি হিন্দি গান গেয়েছেন কেকে। শুধু হিন্দি নয়, গেয়েছেন মোট ৯টি ভাষায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -