ডিসেম্বরে বিয়ে, ব্যাচেলর পার্টিতে মাতলেন সুশান্তের 'প্রাক্তন' অঙ্কিতা
বিয়ে করতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সেই উপলক্ষে পার্টি দিয়েছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত রাতে মুম্বইতে তাঁর ব্যাচেলর পার্টিতে প্রচুর টেলিভিশনের তারকারা উপস্থিত হয়েছিলেন।
কেক কেটে ব্যাচেলর পার্টি উদযাপন করেন অঙ্কিতা। কেক কাটার সময় নববধূকে খুশি এবং আবেগপ্রবণ দেখাচ্ছিল। অঙ্কিতা তার প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করছেন।
চলতি বছরের ডিসেম্বরে এই জুটি গাঁটছড়া বাঁধবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা ছিলেন অঙ্কিতা।
রেশমি দেশাই, অমরুতা খানভিলকর এবং মাহি ভিজের মতো জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ছিলেন পার্টিতে।
একবারে তারকা খচিত পার্টি। সবাইকে তাঁদের কালো আউটফিটে অসম্ভব সুন্দর লাগছিল। তবে সবার মধ্যমনি ছিলেন অঙ্কিতা।
সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অঙ্কিতার। কিন্তু পরে সেই সম্পর্ক ভেঙে যায়।
পায়ে চোট থাকা সত্ত্বেও সৃষ্টি রোডে তাঁর বন্ধুর বিশেষ অনুষ্ঠানে এসেছিলেন।
''ধামাকা খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরও এসেছিলেন পার্টিতে। নিজের ইনস্টাগ্রামে অঙ্কিতার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
অঙ্কিতা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। ''পবিত্র রিস্তা'' ডেলি সোপের মাধ্যমেই প্রথম পরিচিত পান অঙ্কিতা। পরবর্তীতে মনিকর্ণিকায় কাজ করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -