IND VS NZ: আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ, প্রস্তুতিতে মগ্ন দ্রাবিড় বাহিনী
আজ থেকে শুরু ভারত- নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে এই সিরিজে নামবে দল। (সব ছবি সৌজন্যে বিসিসিআই ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সিরিজে অনেক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় দলে।
বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর রোহিতের কাঁধেই দলের দায়িত্ব। এই সিরিজ থেকেই হয়ত পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি জাতীয় দলের অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হিটম্যানের।
ভারতীয় দলের কোচ হিসেবে পথ চলা শুরু করেছেন রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
মঙ্গলবার দলের অনুশীলনে সবাইকেই ভীষণ খোশমেজাজে দেখা গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফরম্যান্স হয়নি। নতুন করে শুরু করতে চাইছে দল।
অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে টি-টোয়েন্টি সিরিজেও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে।
শ্রেয়স আইয়ারের সঙ্গে আলোচনারত দলের নতুন কোচ দ্রাবিড়।
আইপিএলে ধারাবাহিক ভাল পারফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলের দরজা খুলে গিয়েছে চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াডের।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজে রোহিতের ডেপুটি হিসেবে দেখা যাবে কে এল রাহুলকে। অন্যদিকে উইলিয়ামসন সরে দাঁড়ানোয় কিউয়িদের নেতৃত্ব দেবেন টিম সাউদি।
এর আগে অনূর্ধ্ব ১৯ জাতীয় দল ও ভারতীয় এ দলের অধিনায়ক হিসেবে কাজ করেছেন দ্রাবিড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -