In Pics: যে বলি তারকারা নিজেদের অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছেন
সদ্যই নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Prabhu)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে তিনি জানিয়েছেন যে, তিনি এক বিরল রোগে আক্রান্ত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমায়োসাইটিস (Myositis) নামে এক রোগের শিকার হয়েছেন তিনি। আর ডাক্তারেরা তাঁরা জানিয়েছেন যে, তিনি দ্রুত সেরে উঠবেন।
শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হাসপাতালের বিছানায় থাকা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা প্রভু। তিনি নিজের মুখ দেখাননি। তাঁর হাতে লক্ষ্য করা যাচ্ছিল নল লাগানো রয়েছে। দুটো হাত দিয়ে তিনি হৃদয়ের চিহ্ন দেখিয়েছেন।
ছবি পোস্ট করে সামান্থা প্রভু লেখেন, 'যশোধরার ট্রেলার দেখে আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে আমি আপ্লুত। আমি আমার সমস্ত ভালো এবং খারাপ দিক সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনারাও আমাকে ভালোবাসা দেন। যা আমাকে এগিয়ে চলার পথে শক্তি জোগায়। যেকোনও কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। আজ তেমনই এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছি আমি।
গত কয়েক মাস আগে আমার অটো ইমিউন সমস্যা ধরা পড়ে। এই রোগের নাম মায়োসাইটিস। ভেবেছিলাম, সেরে উঠে খবরটা সকলের সঙ্গে শেয়ার করব। কিন্তু বুঝতে পারছি, সেরে উঠতে এখনও অনেক দিন সময় লাগবে। ধীরে ধীরে অনুভব করেছি যে, সবকিছু সবসময় শক্তির সঙ্গে দেখার দরকার নেই। বরং, এটা মেনে নিতে বাধ্য হচ্ছি যে, আমি নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি।
ডাক্তাররা জানিয়েছেন যে, আমি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবো। আমি যেমন ভালো দিন কাটিয়েছি, তেমন খারাপ দিনও। শারীরিকভাবে এবং আবেগের দিক থেকেও। কখনও মনে হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। সকলের জন্য অনেক ভালোবাসা।' সামান্থার এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর দ্রুত সুস্থতা কামনায় পোস্ট করতে থাকেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।
বলিউড সুপারস্টার সলমন খানের ট্রাইজেমিনাল নিউরালজিয়া ধরা পড়ে। স্নায়ুর একটি রোগ এটি। মুখে, চিবুকে এবং মুখের নানা জায়গায় যন্ত্রণা হয় এর ফলে। ২০১১ সালে তিনি অপারেশন করান। সমস্ত জার্নি তিনি প্রকাশ্যেও জানান।
বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রের ক্যানসার ধরা পড়ে। ২০১৮ সালে তিনি ঘোষণা করেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এরপর একাধিক সময়ে ক্যানসারের চিকিতসা চলাকালীন তাঁকে কোন কোন কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, সে কথাও জানান তিনি।জানিয়েছিলেন, তাঁরা মাথায় কখনও মৃত্যু চিন্তা আসেনি।
নানা সময়ে নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে এনেছেন হৃত্বিক রোশন। জানিয়েছিলেন, ২০১৩ সালে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। অপারেশনও করাতে হয় তাঁকে। পরবর্তীকালে প্রকাশ্যে এসে নিজের সুস্থতার কথা জানান হৃত্বিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -