Akshay's Guinness World Record: ৩ মিনিটে ১৮৪টি সেলফি, গিনেস বুকে রেকর্ড গড়লেন অক্ষয় 'খিলাড়ি' কুমার
মুক্তির অপেক্ষায় 'সেলফি'। ছবির প্রচারে ব্যস্ত মুখ্য অভিনেতা বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ে সেই ছবির প্রচারে গিয়েই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল বলিউড তারকা অক্ষয় কুমারের। মাত্র তিন মিনিটে তুললেন ১৮৪টি নিজস্বী অর্থাৎ 'সেলফি'।
মুম্বইয়ে সেই ছবির প্রচারের মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে 'খিলাড়ি' সারলেন 'মিট অ্যান্ড গ্রিট'। ছবির নামই যখন 'সেলফি' তখন অনুরাগীদের সঙ্গে নিজস্বী তুলবেন না তা কি হয়?
তুললেন একের পর এক সেলফি। মাত্র তিন মিনিটে তুলে ফেলেন ১৮৪টি সেলফি। আর তাতেই নয়া রেকর্ড গড়লেন অভিনেতা।
অক্ষয় কুমারের কথায় তিনি রেকর্ড ভেঙে এবং তাঁর অনুরাগীদের সঙ্গে সেই বিশেষ মুহূর্তটি ভাগ করে নেওয়ায় আনন্দিত।
তিনি বলেন, 'জীবনে আজ পর্যন্ত যা যা করেছি এবং এখন জীবনের যে পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, সবটাই আমার অনুরাগীদের শর্তহীন ভালবাসা ও সমর্থনের ফসল। এটা তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের বিশেষ পদ্ধতি ছিল আমার, তাঁরা যেভাবে গোটা কর্মজীবন জুড়ে আমার পাশে দাঁড়িয়েছে তার প্রতি শ্রদ্ধা।'
এদিনের প্রচারপর্বে মঞ্চে অভিনেতা অনুরাগীদের সঙ্গে 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' গানেও পা মেলান। এই ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে গানটি।
প্রসঙ্গত, এর আগে রেকর্ড ছিল তিন মিনিটে ১৬৮টি সেলফি তোলার। রেকর্ড গড়েছিলেন আমেরিকার জেমস স্মিথ। ২০১৮ সালের ২২ জানুয়ারি মাসে 'কার্নিভাল ড্রিম ক্রুজ'-এ তুলেছিলেন ছবিগুলি।
সেই রেকর্ড ছাপিয়ে গেলেন অক্ষয় কুমার। তারও আগে ২০১৫ সালে হলিউড অভিনেতা ড্যোয়েন জনসন এই রেকর্ড গড়েছিলেন ৩ মিনিটে ১০৫টি সেলফি তুলে লন্ডনের স্যান অ্যান্ড্রিজের প্রিমিয়ারে।
অন্যদিকে গত ২২ জানুয়ারি প্রকাশ্যে এসেছে 'সেলফি' ছবির ট্রেলার। অক্ষয় কুমার সেই ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'এই কাহিনির ভিলেনের কথা তো জানি না কিন্তু হিরো সেলফিই। প্রেক্ষাগৃহে সেলফি মুক্তি পাচ্ছে ২৪ ফেব্রুয়ারি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -