Serial Update: মল্লিক ম্যানশনে আচমকাই আগমন অচেনা ব্যক্তির! ভেঙে যায় আবির-টুম্পার বিয়ে

Tupma Autowali: শহরজুড়ে বিয়ে মরসুম। রিল থেকে রিয়েল লাইফ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সাত পাকে বাধা পরতে চলেছে চেনা-অচেনা অনেকেই। বিবাহের আবহ থেকে বাদ নেই ছোটপর্দাও।

মল্লিক ম্যানশনে আচমকাই আগমন অচেনা ব্যক্তির! ভেঙে যায় আবির-টুম্পার বিয়ে

1/9
আবির ও টুম্পার বিয়েকে কেন্দ্র করে মেতে উঠেছে মল্লিক পরিবার। তারপরে? জনপ্রিয় এই ধারাবাহিকের গল্পে কোন নতুন মোড় আসবে সেই খোঁজ দিচ্ছে এবিপি লাইভ
2/9
আবিরকে দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে দোটানার মধ্যে ছিল টুম্পা। তবে শেষমেষ মত বদলে ফেলে সে। আবির ও টুম্পার পরিবার খুশিতে মেতে ওঠে এই বিয়েকে কেন্দ্র করে।
3/9
আবিরকে হারিয়ে ফেলার দুঃস্বপ্নের কথা নিজের মায়ের কাছে বলে টুম্পা। জানতে চায়, এই বিয়ে নিয়ে তার পরিবার কি মত দেয়। ও সেই সমস্ত কথা শুনেই শেষমেষ বিয়ের পিঁড়িতে বসে সে।
4/9
তবে বিয়ের দিনই হঠাৎই ছন্দপতন! এদিন হঠাৎই অস্মিতা মল্লিক ম্যানশনে আগমন ঘটে এক অচেনা ব্যক্তির। তার আসার পর পরিবারের লোকজনের মধ্যে শুরু হয় গুঞ্জন।
5/9
কে এই ব্যক্তি? তা নিয়ে বাড়তে থাকে জল্পনা। তিনি আচমকাই এসেই বিয়ের আচার অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করতে থাকেন।
6/9
যা নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয় চারুশীলা ও অলোকেশের মধ্য়ে। বিবাদ পৌঁছয় চরমে। বিয়ের ঠিক আগের মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন চারুশীলা।
7/9
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই অম্পূর্ণ থেকে যায় বিয়ের অনুষ্ঠান। ফের অনিশ্চিত হয়ে পড়ে টুম্পা আবিরের বিয়ে।
8/9
উল্লেখ্য, বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক।
9/9
ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
Sponsored Links by Taboola