Serial Update: মেহেন্দি থেকে সঙ্গীত.. টুম্পা-আবিরের বিয়ের ঝলক দেখে নিন ছবিতে
চারিদিকে বিয়ের মরসুম, আর সেই ঢেউ লেগেছে ছোটপর্দাতেও। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)-তেও দেখানো হচ্ছে বিয়ের গল্প
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবির ও টুম্পার বিয়েকে কেন্দ্র করে মেতে উঠেছে মল্লিক পরিবার। তারপরে? জনপ্রিয় এই ধারাবাহিকের গল্পে কোন নতুন মোড় আসবে সেই খোঁজ দিচ্ছে এবিপি লাইভ (ABP Live)।
আবিরকে দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে দোটানার মধ্যে ছিল টুম্পা। তবে শেষমেষ মত বদলে ফেলে সে। আবির ও টুম্পার পরিবার খুশিতে মেতে ওঠে এই বিয়েকে কেন্দ্র করে
আবিরকে হারিয়ে ফেলার দুঃস্বপ্নের কথা নিজের মায়ের কাছে বলে টুম্পা। জানতে চায়, এই বিয়ে নিয়ে তার পরিবার কি মত দেয়। ও সেই সমস্ত কথা শুনেই শেষমেষ বিয়ের পিঁড়িতে বসে সে।
অন্যদিকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম দ্বিধায় ভুগছিল আবিরও। তবে সমস্ত পরিস্থিতি বুঝে নিজের মতবদল করে সে ও বিয়েতে রাজি হয় টুম্পার সঙ্গে।
মিঞা ও বিবি রাজি হতেই, পরিবারে আনন্দের ঢল। সবাই মেতে ওঠে বিয়ের খুঁটিনাটি জোগাড়ে। তত্ত্ব থেকে শুরু করে সমস্ত আয়োজনই হাতে হাতে করে ফেলে বাড়ির সবাই।
তবে কেবল সাত পাকে ঘোরা নয়, রীতিমতো আয়োজন করা হয় মেহেন্দি-সঙ্গীতেও। সব মিলিয়ে এখন ধারাবাহিক পরিবারের সবাই আনন্দে মাতোয়ারা।
বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা।
অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক।
ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -