Serial Update: মেহেন্দি থেকে সঙ্গীত.. টুম্পা-আবিরের বিয়ের ঝলক দেখে নিন ছবিতে

Bengali Serial Update: আবিরকে দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে দোটানার মধ্যে ছিল টুম্পা। তবে শেষমেষ মত বদলে ফেলে সে। আবির ও টুম্পার পরিবার খুশিতে মেতে ওঠে এই বিয়েকে কেন্দ্র করে

ধারাবাহিকেও বিয়ের মরসুম, আবির-টুম্পার সাত পাক কি মোড় ঘোরাবে গল্পের?

1/10
চারিদিকে বিয়ের মরসুম, আর সেই ঢেউ লেগেছে ছোটপর্দাতেও। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)-তেও দেখানো হচ্ছে বিয়ের গল্প
2/10
আবির ও টুম্পার বিয়েকে কেন্দ্র করে মেতে উঠেছে মল্লিক পরিবার। তারপরে? জনপ্রিয় এই ধারাবাহিকের গল্পে কোন নতুন মোড় আসবে সেই খোঁজ দিচ্ছে এবিপি লাইভ (ABP Live)।
3/10
আবিরকে দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে দোটানার মধ্যে ছিল টুম্পা। তবে শেষমেষ মত বদলে ফেলে সে। আবির ও টুম্পার পরিবার খুশিতে মেতে ওঠে এই বিয়েকে কেন্দ্র করে
4/10
আবিরকে হারিয়ে ফেলার দুঃস্বপ্নের কথা নিজের মায়ের কাছে বলে টুম্পা। জানতে চায়, এই বিয়ে নিয়ে তার পরিবার কি মত দেয়। ও সেই সমস্ত কথা শুনেই শেষমেষ বিয়ের পিঁড়িতে বসে সে।
5/10
অন্যদিকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম দ্বিধায় ভুগছিল আবিরও। তবে সমস্ত পরিস্থিতি বুঝে নিজের মতবদল করে সে ও বিয়েতে রাজি হয় টুম্পার সঙ্গে।
6/10
মিঞা ও বিবি রাজি হতেই, পরিবারে আনন্দের ঢল। সবাই মেতে ওঠে বিয়ের খুঁটিনাটি জোগাড়ে। তত্ত্ব থেকে শুরু করে সমস্ত আয়োজনই হাতে হাতে করে ফেলে বাড়ির সবাই।
7/10
তবে কেবল সাত পাকে ঘোরা নয়, রীতিমতো আয়োজন করা হয় মেহেন্দি-সঙ্গীতেও। সব মিলিয়ে এখন ধারাবাহিক পরিবারের সবাই আনন্দে মাতোয়ারা।
8/10
বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা।
9/10
অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক।
10/10
ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে
Sponsored Links by Taboola