Shah Rukh Khan Best Friend: তাঁর হাত ধরেই অভিনয় শিক্ষা শাহরুখের, নিজের বেস্ট ফ্রেন্ডের নাম প্রকাশ্যে আনলেন 'জওয়ান তারকা'
তাঁর অনুরাগী ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে। তবে ইন্ডাস্ট্রিতে প্রতিদ্বন্দ্বী থাকলেও তাঁর বন্ধুর সংখ্য়াও নেহাত কম নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় আছেন কাজল, রানি মুখোপাধ্য়ায়, জুহি চাওলার মত অভিনেত্রীরা। তবে সম্প্রতি নিজের 'বেস্ট ফ্রেন্ড' বলে বলিউড বাদশা নাম করলেন অন্য় এক অভিনেত্রী।
এখানেই শেষ নয়, তিনি জানালেন এই অভিনেত্রীই তাঁকে হাতে ধরে অভিনয় শিখিয়েছিলেন।
কথা বলছি অভিনেত্রী দিব্য়া শেঠের। ১৯৮৮ সালে শাহরুখের সঙ্গে নাটক 'দিল দরিয়া'তে অভিনয় করেছিলেন তিনি। নিজের ট্য়ুইটার অ্য়াকউন্টে দিব্য়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে বলিউউ বাদশা লেখেন, আমার সবচেয়ে ভাল বন্ধু দিব্যা, যিনি আমাকে অভিনয় শিখিয়েছিলেন।
থিয়েটার করার সময় শাহরুখ খান এবং দিব্যা শেঠের মেন্টর ছিলেন ব্যারি জন। শাহরুখ মাঝে মধ্য়েই বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর কথা উল্লেখ করে থাকেন।
দিব্যা শেঠ তাঁর যাত্রা শুরু করেছিলেন টিভি সিরিয়াল 'হাম লগ'-এর হাত ধরে। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল মাঝলি। এই শো দর্শর্কের ভূয়সী প্রশংসা লাভ করেছিল। অভিনেত্রীর বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে অধিকার (১৯৮৮), দারার (১৯৯৪), এবং স্পর্শ (১৯৯৯)। যার পরে তিনি অভিনয় থেকে ৫ বছরের বিরতি নিয়েছিলেন।
উল্লেখ্য় দিব্যা শেঠ 'ইংলিশ ভিংলিশ','দিল ধড়কনে দো', 'জব উই মেট', 'সর্দার কা নাতি',-এর মতো জনপ্রিয় একধিক ছবিতে অভিনয় করেছেন।
শুধু তাই নয়, তিনি 'সিটি অফ ড্রিমস', 'দুরঙ্গা', 'দ্য ম্যারেড ওম্যান','স্যান্ডউইচড ফরএভার'-এর মতো বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। খুব শীঘ্রই দিব্যা শেঠকে পাভলি শিবরাম আঙ্গে পরিচালিত 'জঙ্গল অফ লাভ' নামক সিরিজে অভিনয় করতে দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -