Shah Rukh Khan: পরনে টি-শার্ট, জিন্স, চোখে সানগ্লাস, চেনা ঢঙে 'মন্নত'-এর ব্যালকনি থেকে ইদের শুভেচ্ছা কিং খানের

আজ খুশির ইদ। আর এমন দিনে অনুরাগীদের তিনি দর্শন দেবেন না তা কি হয়?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
প্রত্যেকবারের মতোই আজও নিজের বাড়ি 'মন্নত'-এর ব্যালকনিতে চড়লেন কিং খান।

বাড়ির সামনে শাহরুখের অপেক্ষায় থাকা অগুন্তি অনুরাগীদের উদ্দেশ্যে ছুড়তে থাকেন উড়ন্ত চুম্বন।
কখনও হাত জোড় করে, কখনও হাত নেড়ে, ইদের শুভেচ্ছা জানান শাহরুখ।
এদিন দুটো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'উৎসবের দিনে আপনাদের সকলকে দেখে খুব ভাল লাগল।'
'এবার ভালবাসা ছড়িয়ে দেওয়া যাক... ঈশ্বরের আশীর্বাদ আমাদের সকলের ওপর থাকুক... ইদ মুবারক।'
শাহরুখ খানের সঙ্গে কয়েক ঝলক দেখা গেল তাঁর ছোট ছেলে আব্রামকেও।
সম্প্রতি মুক্তি পেয়েছে কিং খানের ছবি 'পাঠান'।
৪ বছর পর এই ছবির হাত ধরে বড়পর্দায় ফিরলেন তিনি।
চলতি বছরে তাঁর আরও দুটো ছবি 'জওয়ান' ও 'ডাঙ্কি' মুক্তি পাওয়ার কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -