Shahid Kapoor Birthday: ৪১ পূরণ শাহিদ 'কবির' কপূরের, ফিরে দেখা তাঁর সফর
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10
১৯৮১ সালের ২৫ ফেব্রুয়ারি, পঙ্কজ কপূর ও নীলিমা আজমির সন্তান শাহিদ কপূর জন্ম নেন। আজ তাঁর জন্মদিন।
2/10
প্রাথমিকভাবে রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য স্বীকৃতি পান তিনি। তারপর থেকে তিনি অ্যাকশন ফিল্ম এবং থ্রিলার ছবিতেও অংশ নেন। তিন তিনটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কারের প্রাপক।
3/10
১০ বছর বয়সে মুম্বই এসে শৈমক দাবারের নাচের ক্লাসে যোগ দেন শাহিদ। ১৯৯০-এর বিভিন্ন ছবিতে তাঁকে ব্যাকগ্রাউন্স ডান্সার হিসেবে দেখা যায়।
4/10
২০০৩ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন নায়ক হিসেবে। 'ইশক ভিশক' ছবিকতে রোমান্টিক চরিত্রে দেখা যায়। এই ছবির জন্য 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' পান।
5/10
২০০৭ সালে ইমতিয়াজ আলির ছবি 'যব উই মেট' তাঁর সুপার হিট ছবি ছিল। সেরা নায়কের জন্য 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড'-এ মনোনীত হন।
6/10
২০০৯ সালে বিশাল ভরদ্বাজের 'কমিনে' ছবিতে কাজ করেন।
7/10
এরপর ২০১৪ সালে তিনি ফের বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করেন 'হায়দার' ছবিতে। শেক্সপিয়রের 'হ্যামলেট' নাটক থেকে তৈরি হয় ছবিটি। তাঁর অভিনয় প্রশংসিত হয়। ঝুলিতে ভরেন 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' শ্রেষ্ঠ নায়ক হিসেবে।
8/10
এরপর ২০১৫ সালে তিনি সাত পাকে বাঁধা পড়েন মীরা রাজপুতের সঙ্গে।
9/10
এরপর ২০১৬ সালে মুক্তি পায় 'উড়তা পঞ্জাব'। সঙ্গে পান 'ফিল্মফেয়ার ক্রিটিক্স অ্যাওয়ার্ড'।
10/10
২০১৮ সালের পিরিয়ড ড্রামা 'পদ্মাবত' ও ২০১৯ সালের 'কবির সিং' তাঁর সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি।
Published at : 25 Feb 2022 11:06 AM (IST)