Shahid Kapoor Birthday: ৪১ পূরণ শাহিদ 'কবির' কপূরের, ফিরে দেখা তাঁর সফর
১৯৮১ সালের ২৫ ফেব্রুয়ারি, পঙ্কজ কপূর ও নীলিমা আজমির সন্তান শাহিদ কপূর জন্ম নেন। আজ তাঁর জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাথমিকভাবে রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য স্বীকৃতি পান তিনি। তারপর থেকে তিনি অ্যাকশন ফিল্ম এবং থ্রিলার ছবিতেও অংশ নেন। তিন তিনটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কারের প্রাপক।
১০ বছর বয়সে মুম্বই এসে শৈমক দাবারের নাচের ক্লাসে যোগ দেন শাহিদ। ১৯৯০-এর বিভিন্ন ছবিতে তাঁকে ব্যাকগ্রাউন্স ডান্সার হিসেবে দেখা যায়।
২০০৩ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন নায়ক হিসেবে। 'ইশক ভিশক' ছবিকতে রোমান্টিক চরিত্রে দেখা যায়। এই ছবির জন্য 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' পান।
২০০৭ সালে ইমতিয়াজ আলির ছবি 'যব উই মেট' তাঁর সুপার হিট ছবি ছিল। সেরা নায়কের জন্য 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড'-এ মনোনীত হন।
২০০৯ সালে বিশাল ভরদ্বাজের 'কমিনে' ছবিতে কাজ করেন।
এরপর ২০১৪ সালে তিনি ফের বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করেন 'হায়দার' ছবিতে। শেক্সপিয়রের 'হ্যামলেট' নাটক থেকে তৈরি হয় ছবিটি। তাঁর অভিনয় প্রশংসিত হয়। ঝুলিতে ভরেন 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' শ্রেষ্ঠ নায়ক হিসেবে।
এরপর ২০১৫ সালে তিনি সাত পাকে বাঁধা পড়েন মীরা রাজপুতের সঙ্গে।
এরপর ২০১৬ সালে মুক্তি পায় 'উড়তা পঞ্জাব'। সঙ্গে পান 'ফিল্মফেয়ার ক্রিটিক্স অ্যাওয়ার্ড'।
২০১৮ সালের পিরিয়ড ড্রামা 'পদ্মাবত' ও ২০১৯ সালের 'কবির সিং' তাঁর সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -