Celebrities Lifestyle: শাহরুখ থেকে আলিয়া-বাড়িতে রান্নাও করেন এই বলিউড তারকারা-দেখুন ছবি
করোনাভাইরাসজনিত লকডাউন ও বিধিনিষেধের কারণে বলিউড তারকারাও এখন গৃহবন্দি। এরইমধ্যে কয়েকজন তারকা তো রান্নার কাজেও হাত পাকাতে শুরু করেছেন। শাহরুখ থেকে শুরু করে আলিয়া ভট্ট-র মতো তারকারা এখন কিচেনেও খানিক সময় কাটাচ্ছেন এবং পরিবারের সদস্যদের জন্য সুস্বাদু খাবার তৈরি করছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাহরুখ এক সাক্ষাৎকারে জানিয়েওছিলেন যে, মাঝেমধ্যেই রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করেন তিনি। তাঁর কিচেন সাহা ও বাদামি শেডের।
আলিয়ার অনুরাগীরা জানেন, অভিনেত্রী নানান পদ রান্না করতেও সিদ্ধহস্ত আর এই কাজ তাঁর বেশ পছন্দের। এটি তাঁর রান্নাঘরের ছবি।
প্রিয়ঙ্কা চোপড়া সম্প্রতি তাঁর কিচেনের দারুণ ছবি শেয়ার করেছিলেন। ছবিতে তাঁকে ও তাঁর স্বামীকে কফি বা চা পান করতে দেখা গিয়েছিল।
সুপার ডান্সার চ্যাপ্টার ৪-র জাজ মালাইকা অরোরা তাঁর ফ্যাশন সেন্সের জন্য প্রায়শই আলোচনার কেন্দ্রে থাকেন। এই ছবিতে দেখা যাচ্ছে তাঁর রান্নাঘর।
সোনম কপূরও মাঝেমধ্যেই রান্নাঘরে খাবার তৈরি করেন। তাঁর কিচেনে রয়েছে সেন্টার গ্র্যানাইট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -