Shamita Shetty Birthday: মুম্বইয়ে শমিতা শেট্টির জন্মদিন পালনের কিছু মুহূর্ত

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
আজ অভিনেত্রী শমিতা শেট্টির জন্মদিন। ৪৩ বছরে পা দিলেন তিনি।
2/10
মুম্বইয়ে এদিন তাঁর জন্য বিশেষ বার্থডে পার্টির আয়োজন করা হয়।
3/10
লাল ড্রেসে কেক কাটতে দেখা গেল অভিনেত্রীকে। হেসে পোজও দিলেন ক্যামেরায়।
4/10
সিনেমায় সম্প্রতি তাঁকে সেভাবে না দেখা গেলেও 'বিগ বস ১৫' ও 'বিগ বস ওটিটি'-তে তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য তিনি ফের শিরোনামে।
5/10
'বিগ বস ১৫'-এ তিনি চতুর্থ স্থান পেয়েছেন।
6/10
এদিন বোনকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দেন দিদি শিল্পা শেট্টি।
7/10
'ভালবাসা' শমিতাকে শুভেচ্ছা জানিয়েছেন রাকেশ বাপাতও।
8/10
'বিগ বস ওটিটি'-র সবচেয়ে চর্চিত জুটি শমিতা শেট্টি ও রাকেশ বাপাত। তাঁদের নিয়ে কথোপকথন নেহাত কম হয়নি।
9/10
অনুষ্ঠান শেষ হওয়ার পরই তাঁদের তাঁদের ডিনার ডেট, সম্পর্ক নিয়ে জল্পনায় ঘি ঢালে।
10/10
এরপর নানা সময়ে নানাভাবে তাঁরা প্রকাশ্যে বুঝিয়েই দিয়েছেন যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। শমিতার জন্মদিনেও রাকেশ পোস্ট করলেন বেশ কিছু রোম্যান্টিক ছবি।
Sponsored Links by Taboola