Shankar Mahadevan : বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে সাম্মানিক ডক্টরেট পেলেন সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন
১৯৯৮ সাল। হইচই ফেলে দিয়েছিল একটা গান। এক নিঃশ্বাসে দু মিনিট দশ সেকেন্ড। ‘ব্রেথলেস’ গেয়ে চমকে দিয়েছিলেন তামাম সঙ্গীত দুনিয়াকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকখনও গায়ক হিসেবে, কখনও মিউজিক ডিরেক্টর হিসেবে, কখনও সুরকার হিসেবে, বশীভূত করেছেন সঙ্গীতপ্রেমী বিশ্বকে।
বলিউডের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে শঙ্কর মহাদেবনকে সাম্মানিক ডক্টরেট দিল বিশ্ববিদ্যালয়।
মুম্বইতে ট্রেড মিশন ইভেন্টে একথা গত নভেম্বরে ঘোষণা করা হয়। ২৩ জুনের অনুষ্ঠানের পর বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন। মুগ্ধ করে জ়াকির হুসেন ও শঙ্কর মহাদেবনের দ্বৈত পরিবেশন।
Royal Birmingham Conservatoireএ আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে হাজির ছিলেন উস্তাদ জ়াকির হুসেন ( Ustad Zakir Husaain ) এবং বিখ্যাত গিটারবাদক ( legendary guitarist and member of Shakti John McLaughlin ) ।
এদিনের সন্ধ্যা অনুরণিত হল শঙ্কর মহাদেবনের সঙ্গীত মূর্ছনায়। তাঁর 'Breathless' এর সুরে মুগ্ধ হলেন শ্রোতারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -