Shankar Mahadevan : বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে সাম্মানিক ডক্টরেট পেলেন সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন

এবার শঙ্কর মহাদেবনের প্রতিভাকে কুর্নিশ জানাল Birmingham City University (BCU)।

সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন

1/7
১৯৯৮ সাল। হইচই ফেলে দিয়েছিল একটা গান। এক নিঃশ্বাসে দু মিনিট দশ সেকেন্ড। ‘ব্রেথলেস’ গেয়ে চমকে দিয়েছিলেন তামাম সঙ্গীত দুনিয়াকে।
2/7
কখনও গায়ক হিসেবে, কখনও মিউজিক ডিরেক্টর হিসেবে, কখনও সুরকার হিসেবে, বশীভূত করেছেন সঙ্গীতপ্রেমী বিশ্বকে।
3/7
বলিউডের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে শঙ্কর মহাদেবনকে সাম্মানিক ডক্টরেট দিল বিশ্ববিদ্যালয়।
4/7
মুম্বইতে ট্রেড মিশন ইভেন্টে একথা গত নভেম্বরে ঘোষণা করা হয়। ২৩ জুনের অনুষ্ঠানের পর বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন। মুগ্ধ করে জ়াকির হুসেন ও শঙ্কর মহাদেবনের দ্বৈত পরিবেশন।
5/7
Royal Birmingham Conservatoireএ আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি।
6/7
অনুষ্ঠানে হাজির ছিলেন উস্তাদ জ়াকির হুসেন ( Ustad Zakir Husaain ) এবং বিখ্যাত গিটারবাদক ( legendary guitarist and member of Shakti John McLaughlin ) ।
7/7
এদিনের সন্ধ্যা অনুরণিত হল শঙ্কর মহাদেবনের সঙ্গীত মূর্ছনায়। তাঁর 'Breathless' এর সুরে মুগ্ধ হলেন শ্রোতারা।
Sponsored Links by Taboola