Adrit Roy: 'শূন্য'-র পোশাকে আদৃতের ফটোশ্যুট, রইল ছবি
জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের সঙ্গে পরিচিত অনেকেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এই ধারাবাহিকের অতি পরিচিত চরিত্র সিদ্ধার্থ মোদক। সিদ্ধার্থ তথা বাস্তবের আদৃতের জনপ্রিয়তা গত কয়েক বছরে বেড়েছে।
আর এবার শর্বরী দত্তর হাতে গড়া বুটিকের ব্র্যান্ড শূন্যর নতুন সংগ্রহের ফটোশ্যুট হল। আরও অনেকের সঙ্গে মডেল হিসেবে ফটোশ্যুটে অংশ নিলেন অভিনেতা আদৃত রায়।
গত বছরই প্রয়াত হয়েছেন ফ্যাশন শিল্পী শর্বরী দত্ত। কিন্তু তিনি রেখে গেছেন তাঁর সৃষ্টি। সেইসব নকশাই নতুন চেহারায় উঠে আসছে নানা ধরনের পোশাকে। তৈরি হচ্ছে পোশাক শৈলীর নতুন ভাষা।
তাঁর হাতে গড়া বুটিকের ব্র্যান্ড ‘শূন্য’ চার বছর পূর্ণ করল। এই উপলক্ষে নতুন কালেকশনের ফটোশ্যুট হল রবিবার।
শর্বরী দত্ত ছিলেন দেশে পুরুষদের ফ্যাশনের অন্যতম পুরোধা। তাঁর তৈরি সংস্থার এই সংগ্রহ নিয়ে তাই আগ্রহ তুঙ্গে।
এদিন ফটোশ্যুটে অংশ নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আদৃত রায়।
আদৃত রায় লা মার্টিনিয়েরে কলকাতায় পড়াশোনা করেছেন।
২০১৮ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র নূর জাহান মুক্তি পায়। ২০১৯ সালে তার অভিনীত প্রেম আমার ২ ও পরিণীতা মুক্তি পেয়েছে। তাঁর অভিনীত পাসওয়ার্ড চলচ্চিত্রটিও ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -