Shefali Jariwala Cremated: ‘ভাল থেকো পরী’, মাথায় হাত বুলিয়ে দিলেন স্বামী, চুমু আঁকলেন, নশ্বর দেহ বিলীন হল শেফালি জরিওয়ালার

Bollywood Updates: পড়ে রইল ফ্রেমবন্দি কিছু মুহূর্ত। পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন শেফালি জরিওয়ালা।

-ফাইল চিত্র।

1/10
জীবনের শেষ দিন পর্যন্ত ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিত থাকতে চান বলে জানিয়েছিলেন। বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার সেই ইচ্ছে অপূর্ণ থাকল না।
2/10
২০০০ সালের আশে পাশে একটি মিউজিক ভিডিও-য় মুখ দেখিয়েই সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। এর পর ছবি, রিয়্যালিটি শো, সবেতে দেখা গেলেও, ‘কাঁটা লাগা গার্ল’ পরিচিতি কখনও ছেড়ে যায়নি শেফালিকে।
3/10
শেফালির মরদেহ এদিন নিজের কাঁধে তুলে নেন পরাগ। ফুলে সজ্জিত শেফালির দেহ নিয়ে ওশিওয়ারা শ্মশানে পৌঁছন। সেখানে অনেকেই শেফালিকে শ্রদ্ধা জানাতে পৌঁছন।
4/10
সব শেষ হয়ে যাওয়ার আগে, শ্মশানের বাইরে শেফালির দেহের পাশে বসে পড়েন পরাগ। কান্নায় ভেঙে পড়েন তিনি। শেফালির কপালে ঠোঁট ছোঁয়ান। হাত বুলিয়ে দেন মাথায়।
5/10
গতকাল রাত থেকে কার্যত একাই সব সামলাচ্ছিলেন পরাগ। সংবাদমাধ্য়মের ক্যামেরা সর্বত্র তাঁকে অনুসরণ করলেও, মেজাজ হারাননি। বরং বলতে শোনা য়ায়, “দয়া করে উপহাসস্পদ করে তুলবেন না। আমার পরীর জন্য প্রার্থনা করুন। যেখানেই থাকুক, ভাল থাকুক, শান্তিতে থাকুক।” এদিন স্নেহের স্পর্শেই স্ত্রীকে চিরবিদায় জানান পরাগ।
6/10
শেফালির মা-ও কান্নায় ভেঙে পড়েন। চোখের জল ফেলতে দেখা যায় পরিবার, আত্মীয়, ইন্ডাস্ট্রির লোকজনকেও। সুনিধি চৌহান, শেহনাজ গিলকেও দেখা যায় সেখানে।
7/10
রিমিক্সের হিড়িক যখন চারিদিকে, সেই সময় ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওয় দেখা গিয়েছিল তরুণী শেফালিকে। ৪২ বছর বয়সে যখন পৃথিবী ছাড়লেন, তাঁর সেই পরিচিতির কথাই উঠে এল বার বার করে।
8/10
ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিতি তৈরি হয়েছিল। তার পরও ওই তকমায় আফশোস হয় কিনা জানতে চাওয়া হয় একবার। শেফালির জবাব ছিল, “কখনও না। পৃথিবীতে কাঁটা লাগা গার্ল একজনই এবং সেই একজন আমি। আমি এই পরিচিতি ভালবাসি। মৃত্যুর আগে পর্যন্ত এই পরিচয়েই পরিচিত থাকতে চাই।”
9/10
শুক্রবার রাতে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শেফালির দেহ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই আসল কারণ জানা যাবে।
10/10
শনিবার বেল ভিউ হাসপাতাল থেকে শেফালির দেহ বের করা হল যখন, সেখানে ভিড় করেছিলেন বহু মানুষ। পরিবার-পরিজন তো বটেই, ইন্ডাস্ট্রির বহু মানুষও পৌঁছন।
Sponsored Links by Taboola