Shehnaaz Gill Birthday: কতদূর পড়াশোনা করেছেন শেহনাজ গিল? জন্মদিনে অজানা তথ্য
আজ জন্মদিন ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ শেহনাজ গিলের। জন্মদিনে জেনে নেওয়া যাক অভিনেত্রীর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুব অল্প বয়স থেকেই মডেলিং কেরিয়ার শুরু করেন শেহনাজ গিল। ২০১৫ সালে মুক্তি পায় তাঁর প্রথম মিউজিক ভিডিও।
ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল শেহনাজের। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর পছন্দের অভিনেতা কার্তিক আরিয়ান।
তাঁর সুন্দর ত্বকের রহস্য সম্পর্কে জানতে চাওয়ায়, একবার এক সাক্ষাৎকারে শেহনাজ গিল জানান, তিনি কোনও প্রসাধনীই ব্যবহার করেন না। সারাদিনে প্রচুর পরিমাণে জল খান। তাতেই তাঁর ত্বক সুন্দর থাকে।
শেহনাজ গিলের অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। কিন্তু 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার পর তাঁর অনুরাগীর সংখ্যা আরও বেড়ে যায়।
অভিনয়ের মতো গানেও দক্ষ শেহনাজ। প্রশিক্ষণপ্রাপ্ত গায়িকা না হলেও অনেক মিউজিক ভিডিওতেই তাঁর গান শুনেছেন অনুরাগীরা।
কাজ করেছএন বহু মিউজিক ভিডিওতে। পাশাপাশি ছোট পর্দা এবং বড় পর্দাতেও সমানভাবে অভিনয় চালিয়ে গিয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, সকালে পাখিদের সঙ্গে কথা বলেন শেহনাজ গিল। পাখিদের সঙ্গে অভিনেত্রী কথা বলার কায়দা দেখে চমকে যান অনেকেই।
প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর সম্পর্কের কথা অজানা নয় অনুরাগীদের। 'বিগ বস'-এর ঘর থেকেই দুই তারকার মধ্যে সম্পর্ক শুরু হয়। অনুরাগীদের কাছে এই জুটি 'সিড-নাজ' নামেই পরিচিত।
অভিনয়ের পাশাপাশি স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনাও করেছেন শেহনাজ গিল। লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে কর্মাসে গ্র্যাজুয়েট হন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -