Shehnaaz Gill: সামলে নিয়েছেন অনেকটাই, তবু বোঝাতে পারেন না কাউকে, আয়ুষ্মানের সামনেই কেঁদে ফেললেন শেহনাজ
Bollywood Updates: সিদ্ধার্থ শুক্লর মৃত্যু কি বদলে দিয়েছে শেহনাজ গিলকে! প্রশ্ন অনেকের মনেই। মুখ খুললেন নায়িকা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10
পঞ্জাবে পরিচিত মুখ হলেও, দেশ তাঁকে চেনে রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকেই। অখ্যাত থেকে বিখ্যাত হয়ে ওঠা, জনপ্রিয়তার শিখরে পৌঁছে ভেঙেচুরে যাওয়া, শেহনাজ গিলের জীবনের সব ওঠাপড়ার সাক্ষী থেকে ছে গোটা দেশ।
2/10
ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পর শেহনাজ পাল্টে গিয়েছেন বলেও মনে হয়েছে অনেকের। আগের সেই ছটফটে, প্রাণচঞ্চল মেয়েটি অনেক বেশি সাবধানী বলে মনে হয় কারও কারও।
3/10
এ নিয়ে সচরাচর প্রতিক্রিয়া জানাতে দেখা যায় না শেহনাজকে। সিদ্ধার্থের চলে যাওয়া নিয়েও প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি। কিন্তু এ বার মুখ খুললেন তিনি।
4/10
টেলিভিশনে নিজের টক শো ‘দেশি ভাইবস’ শুরু করেছেন শেহনাজ। তাতে সঞ্চালনার দায়িত্বে তিনি। অতিথি হয়ে আসেন বলিউডের তাবড় তারকা। সেখানেই মুখ খুললেন।
5/10
সম্প্রতি শেহনাজের টক শো-তে হাজির হন আয়ুষ্মান খুরানা। তাঁর সামনেই মনের কথা উজার করে দেন শেহনাজ। সিদ্ধার্থের চলে যাওয়ার প্রসঙ্গও উঠে আসে তাতে।
6/10
শেহনাজ জানিয়েছেন, আজকাল প্রকাশ্যে অনুভূতি প্রকাশ করতে ভয় পান তিনি। সচেতন ভাবেই দুঃখ, বেদনার কথা এড়িয়ে যান। কারণ কোথাও চোখ ভিজে এলেও লোকে বলেন, সমবেদনা আদায় করার চেষ্টা করছেন তিনি। তাই কখনও কাউকে কিছু বলতে পারেন না তিনি। বলতে বলতে কেঁদেও ফেলেন শেহনাজ। তাঁকে সামলান আয়ুষ্মান।
7/10
শেহনাজের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন আয়ুষ্মানও। তিনি জানান, অভিনেতারা সাধারণত আবেগপ্রবণ হন। কিন্তু মানুষ ভেবে নেন, সস্তার প্রচারেই আগ্রহী অভিনেতারা। তাই নিজের অনুভূতি লুকিয়ে রাখাই শ্রেয় বলে মনে করেন তিনি নিজেও।
8/10
শেহনাজের উদ্দেশে আয়ুষ্মান বলেন, “আমিও নিজের অনুভূতি প্রকাশ করতে পারি না। এটাই সাফল্যের পরিণাম। যত সফলতা আসবে, তত বেশি করে নিজেকে আড়াল করতে হবে। কারণ মানুষ বুঝবেন না।”
9/10
তবে সচরাচর মুখ না খুললেও, সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চেই সিদ্ধার্থকে পুরস্কার নিবেদন করেন শেহনাজ। তিনি আজ যতটুক অর্জন করেছেন, যতটুকু পরিচিত হয়েছেন, গোটাটাই সিদ্ধার্থের জন্য বলে জানান।
10/10
একই সঙ্গে সিদ্ধার্থের প্রতি নিজের বিখ্যাত উক্তিরও পুনরাবৃত্তি করেন শেহনাজ। সিদ্ধার্থের উদ্দেশে বলে ওঠেন, “তুমি শুধু আমার, আর আমারই থাকবে।”
Published at : 01 Dec 2022 09:39 PM (IST)