Shehnaaz Gill: 'পঞ্জাব কি ক্যাটরিনা' শেহনাজের সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?

ছোট পর্দার জনপ্রিয় মুখ শেহনাজ গিল। বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পঞ্জাবের মেয়ে শেহনাজ অভিনয় কেরিয়ার শুরু করার জন্য মুম্বই পাড়ি দেন। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য।

পঞ্জাবের শিখ পরিবারের মেয়ে শেহনাজ। ছোটবেলা থেকেই অভিনয় করা এবং গান গাওয়া তাঁর শখ।
ডালহৌসির হিলটপ স্কুল থেকে পড়াশোনা করেন। পরবর্তীকালে কমার্স নিয়ে স্নাতক হন।
২০১৫ সালে অভিনয় জীবন শুরু করেন শেহনাজ। বেশ কিছু পঞ্জাবি মিউজিক ভিডিওতে তাঁকে দেখা যায়।
শেহনাজ গিলকে 'পঞ্জাব কি ক্যাটরিনা' বলা হয়। বেশ কিছু পঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন তিনি।
বলিউডে বড় পর্দায় এখনও অভিষেক হয়নি শেহনাজের। শোনা যাচ্ছে, সলমন খানের ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হতে পারে তাঁর।
অভিনয়ের পাশাপাশি গানেও অত্যন্ত দক্ষ শেহনাজ। বেশ কিছু গান গেয়েছেন তিনি।
'বিগ বস'-এর ঘর থেকে মূলত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সেখানে প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে।
'বিগ বস'-এর ঘরে সিদ্ধার্থ শুক্লর সঙ্গে শেহনাজের সম্পর্ক চর্চার বিষয় হয়ে ওঠে। যদিও, সিদ্ধার্থের মৃত্যুর পর মারাত্মকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -