Shehnaaz Gill: 'পঞ্জাব কি ক্যাটরিনা' শেহনাজের সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?

শেহনাজ গিল

1/10
ছোট পর্দার জনপ্রিয় মুখ শেহনাজ গিল। বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
2/10
পঞ্জাবের মেয়ে শেহনাজ অভিনয় কেরিয়ার শুরু করার জন্য মুম্বই পাড়ি দেন। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য।
3/10
পঞ্জাবের শিখ পরিবারের মেয়ে শেহনাজ। ছোটবেলা থেকেই অভিনয় করা এবং গান গাওয়া তাঁর শখ।
4/10
ডালহৌসির হিলটপ স্কুল থেকে পড়াশোনা করেন। পরবর্তীকালে কমার্স নিয়ে স্নাতক হন।
5/10
২০১৫ সালে অভিনয় জীবন শুরু করেন শেহনাজ। বেশ কিছু পঞ্জাবি মিউজিক ভিডিওতে তাঁকে দেখা যায়।
6/10
শেহনাজ গিলকে 'পঞ্জাব কি ক্যাটরিনা' বলা হয়। বেশ কিছু পঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন তিনি।
7/10
বলিউডে বড় পর্দায় এখনও অভিষেক হয়নি শেহনাজের। শোনা যাচ্ছে, সলমন খানের ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হতে পারে তাঁর।
8/10
অভিনয়ের পাশাপাশি গানেও অত্যন্ত দক্ষ শেহনাজ। বেশ কিছু গান গেয়েছেন তিনি।
9/10
'বিগ বস'-এর ঘর থেকে মূলত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সেখানে প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে।
10/10
'বিগ বস'-এর ঘরে সিদ্ধার্থ শুক্লর সঙ্গে শেহনাজের সম্পর্ক চর্চার বিষয় হয়ে ওঠে। যদিও, সিদ্ধার্থের মৃত্যুর পর মারাত্মকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী।
Sponsored Links by Taboola