Shehnaaz Gill: খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাঁটছেন শেহনাজ গিল, আচমকা কী হল অভিনেত্রীর?

শেহনাজ গিল

1/10
হিন্দি ছবিতে এখনও পর্যন্ত আত্মপ্রকাশ হয়নি শেহনাজ গিলের। কিন্তু তার আগেই তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
2/10
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল। তবে, তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায় 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে আসার পর থেকে।
3/10
অনুরাগীরা তাঁর সম্পর্কে জানার জন্য অপেক্ষায় থাকেন। আর সেই শেহনাজ গিলই নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন।
4/10
সম্প্রতি প্রকাশ্যে আসে এমনই একটি ভিডিও। যেখানে খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছে তাঁকে। আর অভিনেত্রীর এই অবস্থা দেখে মন খারাপ অনুরাগীদের।
5/10
জানা যায়, হাই হিল জুতো পড়েই পায়ে চোট পেয়েছেন শেহনাজ। আর তার জন্যই তাঁর এমন অবস্থা।
6/10
চোট লাগা অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, 'আরে কষ্টটা অনুভব করো। আমার লেগেছে। আমি তো সকলের প্রিয়।'
7/10
হাই হিল জুতো পরে হাঁটতে কষ্ট হওয়ায় নিজেই প্রতিকার খুঁজে নেন। টান মেরে জুতোটি খুলে ফেলেন। আর তারপর খালি পায়ে হাঁটেন।
8/10
প্রসঙ্গত, টেলিভিশনের জনপ্রিয় শো 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে যোগ দেন শেহনাজ গিল। তাঁর সঙ্গে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সম্পর্ক দর্শকদের মন জিতে নেয়।
9/10
শোনা যাচ্ছে শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ। তাও আবার খোদ ভাইজানের ছবি দিয়ে।
10/10
বিভিন্ন সূত্রে খবর, সলমন খানের আগামী ছবি 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে অভিনয় করবেন শেহনাজ। এর আগে পঞ্জাবি ছবিতে অভিনয় করলেও, হিন্দি ছবি এটিই তাঁর প্রথম হতে চলেছে।
Sponsored Links by Taboola