Shehnaaz Gill: খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাঁটছেন শেহনাজ গিল, আচমকা কী হল অভিনেত্রীর?
শেহনাজ গিল
1/10
হিন্দি ছবিতে এখনও পর্যন্ত আত্মপ্রকাশ হয়নি শেহনাজ গিলের। কিন্তু তার আগেই তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
2/10
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল। তবে, তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায় 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে আসার পর থেকে।
3/10
অনুরাগীরা তাঁর সম্পর্কে জানার জন্য অপেক্ষায় থাকেন। আর সেই শেহনাজ গিলই নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন।
4/10
সম্প্রতি প্রকাশ্যে আসে এমনই একটি ভিডিও। যেখানে খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছে তাঁকে। আর অভিনেত্রীর এই অবস্থা দেখে মন খারাপ অনুরাগীদের।
5/10
জানা যায়, হাই হিল জুতো পড়েই পায়ে চোট পেয়েছেন শেহনাজ। আর তার জন্যই তাঁর এমন অবস্থা।
6/10
চোট লাগা অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, 'আরে কষ্টটা অনুভব করো। আমার লেগেছে। আমি তো সকলের প্রিয়।'
7/10
হাই হিল জুতো পরে হাঁটতে কষ্ট হওয়ায় নিজেই প্রতিকার খুঁজে নেন। টান মেরে জুতোটি খুলে ফেলেন। আর তারপর খালি পায়ে হাঁটেন।
8/10
প্রসঙ্গত, টেলিভিশনের জনপ্রিয় শো 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে যোগ দেন শেহনাজ গিল। তাঁর সঙ্গে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সম্পর্ক দর্শকদের মন জিতে নেয়।
9/10
শোনা যাচ্ছে শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ। তাও আবার খোদ ভাইজানের ছবি দিয়ে।
10/10
বিভিন্ন সূত্রে খবর, সলমন খানের আগামী ছবি 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে অভিনয় করবেন শেহনাজ। এর আগে পঞ্জাবি ছবিতে অভিনয় করলেও, হিন্দি ছবি এটিই তাঁর প্রথম হতে চলেছে।
Published at : 09 Jul 2022 06:34 PM (IST)