Shehnaaz Gill: শেহনাজ গিল কি বিয়ে সারলেন? নতুন ছবিতে বাড়ল জল্পনা

শেহনাজ গিল

1/10
ছোট পর্দা দিয়ে বি টাউনে কেরিয়ার শুরু করলেও ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলছেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। যদিও তাঁর জনপ্রিয়তায় বড় ভূমিকা পালন করে 'বিগ বস'-এর মঞ্চ।
2/10
বিতর্কিত এবং একইসঙ্গে টেলিভিশনের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হিসেবে এসেছিলেন শেহনাজ। সেখানে তাঁর পারফরম্যান্স এবং অবশ্যই প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla) সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন তাঁকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলে।
3/10
এবার র‍্যাম্পেও (Ramp Walk) আত্মপ্রকাশ করলেন তিনি। আর তাঁর পোশাক দেখে সিদ্ধার্থ শুক্লর জন্য চোখের জল ফেললেন নেট নাগরিকরা।
4/10
সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে র‍্যাম্পওয়াকের কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন শেহনাজ গিল। কিছু ছবি এবং একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।
5/10
প্রথমবার তিনি র‍্যাম্পে হাঁটলেন ডিজাইনার সামান্ত চৌহানের পোশাকে। শেহনাজ সেজেছিলেন রাজপুত ঘরানার বধূর সাজে। লাল রঙের ব্রাইডাল লেহেঙ্গে এবং তার সঙ্গে মানানসই গয়না।
6/10
পোশাক এবং সাজে যেন আক্ষরিক অর্থে নববধূ হয়ে উঠেছিলেন তিনি। আর শেহনাজের এই সাজ দেখেই প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লকে মনে করল নেট দুনিয়া।
7/10
জানা যায়, সিদ্ধার্থ শুক্লর সঙ্গে বিয়ের সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল শেহনাজের। কিন্তু নিয়তিকে কে আটকাতে পারে। অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সিদ্ধার্থ।
8/10
নেট নাগরিকরা কমেন্টে করেছেন, আজ অভিনেতা জীবিত থাকলে তাঁর সঙ্গে এমনই লাল পোশাকে সেজে বিয়ের পিঁড়িতে বসতেন শেহনাজ। পাশাপাশি ছবি দেখে শেহনাজের বিয়ের জল্পনাও উঠেছে নেট দুনিয়ায়।
9/10
সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর মারাত্মকভাবে ভেঙে পড়েছিলেন শেহনাজ গিল। সোশ্যাল মিডিয়া থেকেও বেশ কিছুদিনের জন্য বিরতি নেন। ফের ফিরে আসেন। তবে, তিনি যে নিজের মনের বাইরে একটা লৌহবর্ম তৈরি করে নিয়েছেন তা বুঝতে অসুবিধা হয়নি অনুরাগীদের।
10/10
সিদ্ধার্থের প্রয়াণের পর যেন তাই শেহনাজ আরও বেশি করে কাজে মন দিয়েছেন। ইতিমধ্যেই তাঁর পঞ্জাবী ছবি 'হসলা রাখ' মুক্তি পেয়েছে। অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। আর শোনা যাচ্ছে সলমন খানের 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি।
Sponsored Links by Taboola