Shehnaaz Gill: বিয়ের কথা কি ভাবেন আদৌ! যা জানালেন শেহনাজ...
ছটফটে স্বভাব, শিশসুলভ হাসি এবং সারল্য, মন কেড়েছিল সকলের। চোখের সামনে অখ্যাত থেকে শেহনাজ গিলকে বিখ্যাত হতে দেখেছিল গোটা দেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই সঙ্গে ভেঙেচুরে গিয়ে, একেবারে খাদের কিনারায় তাঁকে দাঁড়িয়ে থাকতেও দেখতে হয়েছিল গোটা দেশকে। কাছের মানুষকে হারিয়ে, বিধ্বস্ত চেহারায় ভিড়ে ধাক্কা খেতে খেতে এগিয়ে যাওয়ার সেই দৃশ্য আজও মনে গেঁথে অনেকের।
কিন্তু অল্প সময়ের মধ্যেই নিজেকে বদলে ফেলেছেন শেহনাজ। নিত্যদিনের চুলচেরা বিশ্লেষণ এড়াতেই বোধহয়, গায়ে অদৃশ্য এক রক্ষাকবচ জড়িয়ে নিয়েছেন তিনি। তাই কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে ইদানীং আর কথা বলতে দেখা যায় না তাঁকে।
তবে সম্প্রতি নিজের টক শো-তে কিছুটা হলেও আগল খুলে দিলেন শেহনাজ। কর্মজীবন থেকে ভবিষ্য পরিকল্পনা, নিজের ভাবনা-চিন্তা তুলে ধরলেন তারকা অতিথির সামনে।
জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা ভুবন বাম সম্প্রতি শেহনাজের টক শো-তে হাজির হন। তাঁর সঙ্গে কথা বলতে গিয়েই শেহনাজ বুঝিয়ে দেন, শিশুসুলভ সারল্য দিয়ে জীবন চলে না বুঝে গিয়েছেন তিনি। জীবন কী, তা বুঝতে পারেন এখন। তাই নিজেকে প্রতিষ্ঠিত করা, স্বাধীন ভাবে বেঁচে থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শেহনাজের বক্তব্য, ‘‘ভবিষ্যতে কী অপেক্ষা করছে, কেউ বলতে পারে না। তাই সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকা প্রয়োজন। কিছু কাজ রয়েছে আমার কাছে। সেগুলি সেরে ফেলতে হবে। আমি করছিও। আগামী দিনেও কাড চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’’
নিজে স্বাধীন ভাবে বাঁচতে চান, কারও উপর নির্ভরশীল হতে চান না বলেও সাফ জানিয়ে দেন শেহনাজ। তাঁর কথায়, ‘‘পরে যদি কাজ আর না পাই, তার জন্য এখন থেকে টাকা জমাচ্ছি, যাতে টাকার জন্য কারও সামনে হাত পাততে না হয় ভবিষ্যতে। দায়ে পড়ে যাতে বিয়ে না করতে হয়। এই মুহূর্তে বিয়েতে বিশ্বাস নেই আমার। অঅনেক দূর যেতে হবে। নিজের জন্য সঞ্চয় করতে চাই। টাকা ওড়াতে চাই না, বাঁচাতে চাই।’’
পঞ্জাবের বিনোদন জগতে পরিচিত মুখ হলেও, গোটা দেশের সঙ্গে শেহনাজের পরিচয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ মারফতই। সেখানে অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর রসায়ন মন জিতে নিয়েছিল সকলের। সেখান থেকে বেরনোর পর দু’জনের সম্পর্ক আরও গাঢ় হয় বলে জানা যায়। এমনকি তাঁরা একসঙ্গে থাকছিলেন বলেও খবর ছড়ায় সর্বত্র।
কিন্তু ২০২১ সালের ২ সেপ্টেম্বর সিদ্ধার্থের অকস্মাৎ প্রয়াণ গোটা দেশকে নাড়িয়ে দেয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ। মৃত্যুর সময় শেহনাজের কোলেই তাঁর মাথা ছিল বলে জানা যায় ঘনিষ্ঠ সূত্রে। সেই ধাক্কা শেহনাজ কাটিয়ে উঠতে পারবেন কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই।
সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কয়েক মাস একেবারে নিভৃতে চলে যান শেহনাজ। ধীরে ধীরে নিজেকে বাইরের দুনিয়ার জন্য নিজেকে ঘষেমেজে প্রস্তুত করেন। তার পর নতুন উদ্যমে কাজ শুরু করেন। সেই থেকে সচরাচর সিদ্ধার্থকে নিয়ে মন্তব্য করেন না শেহনাজ।
image 11
- - - - - - - - - Advertisement - - - - - - - - -