Raj Kundra case: পর্ন ভিডিও মামলায় পুলিশের জিজ্ঞাসাবাদের পর হাসিমুখে বেরিয়ে এলেন শার্লিন চোপড়া

sherlyn chopra exit police station after interrogation in pornography case

1/7
অশ্লীল ভিডিও মামলায় অভিনেত্রী তথা মডেল শার্লিন চোপড়াকে পুলিশ শুক্রবার প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল।
2/7
জিজ্ঞাসাবাদের পর হাসিমুখেই থানা থেকে বেরোলেন শার্লিন।
3/7
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শার্লিন তাঁর বয়ান নথিভূক্ত করতে শুক্রবার বেলা ১২ টায় মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চের প্রপার্টি সেলের সামনে হাজির হন।
4/7
রাত আটটা নাগাদ সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।
5/7
উল্লেখ্য, পর্ন ভিডিও মামলায় রাজ কুন্দ্রার গ্রেফতারের আগেই গত এপ্রিলে তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন শার্লিন।
6/7
শার্লিনের অভিযোগ, ব্যবসায়িক সমঝোতা নিয়ে তাঁর সঙ্গে রাজ কুন্দ্রার। কিন্তু ফোনে মেসেজে দুজনের বচসা বেঁধে গিয়েছিল।
7/7
শার্লিনের অভিযোগ, এরপর তাঁর বাড়িতে এসে রাজ তাঁকে বলপূর্বক চুম্বন করেছিলেন।
Sponsored Links by Taboola