চোখ ধাঁধানো অন্দরসজ্জা থেকে বাগান, দেখুন শিল্পা শেট্টির বিলাসবহুল বাংলোর ছবি
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি। অনেকেই তাঁর নাচের ভক্ত। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন বিলাসবহুল বাংলোর ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ের জুহুতে বিলাসবহুল বাংলো রয়েছে অভিনেত্রীর। তাঁর এই বাংলোর নাম কিনারা।
বাংলোর ডাইনিং রুমে একটি বিশেষ বার তৈরি করেছেন শিল্পা। রয়েছে কাঠের তৈরি অত্যাধুনিক আসবাব। বন্ধুদের সঙ্গে সেখানেই সময় কাটান তিনি।
নিজের ঘরের জন্য হালকা রঙকেই বেছে নিয়েছেন অভিনেত্রী। খয়েরি খাটের সঙ্গে মানানসই সাদা রঙের দেওয়াল।
একইসঙ্গে ড্রয়িং রুমও নিজে হাতে সাজিয়েছেন অভিনেত্রী। সেখানেও রয়েছে সাদা সোফা।
বাংলোতে রয়েছে একটি মন্দিরও। যেখানে তিনি গণেশ চতুর্থী এবং দিওয়ালিতে পুজো দিয়ে থাকেন।
তবে শুধু অন্দরসজ্জাই নয়, বাংলোর একাংশে রয়েছে একটি বাগান। সময় কাটানোর জন্য বেঞ্চের ব্যবস্থাও আছে।
বাড়ির বারান্দাতেও তৈরি রয়েছে বেশ খানিকটা জায়গা। সেখানেও একাধিক গাছ লাগিয়েছেন তিনি।
অন্দরসজ্জা এবং বাগানের পাশাপাশি রান্না করতেও পছন্দ করেন অভিনেত্রী। মাঝেমধ্যেই রান্নার ভিডিও পোস্ট করেন। তাই রান্নাঘরকে সাজিয়েছেন মনের মতো করেই। কালো এবং ছাই রঙকে বেছে নিয়েছে রান্নাঘরের জন্য।
তবে এই সব কিছুর মধ্যে নিজের যত্ন নিতে ভোলেন না অভিনেত্রী। তাই বাড়িতেই তৈরি করে ফেলেছেন জিম। সেখানেই রোজ ছেলে ভিয়ানকে সঙ্গে নিয়ে শরীরচর্চা করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -