SSR Throwback Photos: : সুশান্তই ছিলেন সবথেকে ছোট, আদরের 'ভাই'য়ের সঙ্গে কিছু আনন্দের মুহূর্তে বোনেরা
সুশান্ত সিং রাজপুত। নামটা বোধহয় ভোলার নয়। নিজের ছোট ফিল্মি কেরিয়ারে মনে রাখার মতো বেশ কয়েকটি ছবি দর্শকদের উপহার দিয়েছেন সুশান্ত। চার বোনের একমাত্র ভাই সুশান্তের পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল। চলুন সুশান্তের চার বোনের সম্বন্ধে জানা যাক...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে বলিউডের সাথে সাথে অভিনেতার ফ্যানেরাও স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। আজও অনেকে তাঁর মৃত্যুর খবর বিশ্বাস করতে পারেন না। উপরের এই ছবিটি সুশান্তের ছোটবেলার। যেখানে তাঁকে পুরো পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে।
বলা হয় যে, মৃত্যুর সময় সুশান্ত অবসাদে ভুগছিলেন। কিন্তু এই ছবিতে সুশান্তের হাসি দেখে কেউ বিশ্বাসই করবেন না যে, উনি আত্মহত্যা করতে পারেন।
সুশান্ত নিজের সব বোনকে খুবই ভালবাসতেন। যখনই শ্যুটিং থেকে সময় পেতেন বোনেদের সঙ্গে মজা করতে দেখা যেত তাঁকে।
এই ছবিটা সুশান্তের বোন শ্বেতার সঙ্গীত অনুষ্ঠানের। যেখানে সুশান্তকে হাসিমুখে দেখা যাচ্ছে।
এই ছবিতেও নিজের পরিবারের সঙ্গে সুশান্তকে খুব হাসিখুশি দেখা যাচ্ছে। ভাইয়ের মৃত্যুর পর বোনেরা ন্যায়বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেনও শুরু করেছিলেন।
সুশান্তের মৃত্যু হলেও, নিজের কাজের জন্য সুশান্ত চিরকাল ফ্যানেদের হৃদয়ে থাকবেন। এই ছবিতে সুশান্তকে নিজের বোন ও বাবা-মায়ের সঙ্গে দেখা যাচ্ছে।
বাবার সঙ্গে সুশান্তের ভাল বন্ডিং ছিল
এই ছবিতে সুশান্তকে ভাগ্নার সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে
বোনেরা সুশান্তকে খুব ভালবাসতেন। ভাই-বোনেদের মধ্যে সুশান্তই ছিল ছোট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -