Akshay Kumar: রবিনা থেকে শিল্পা, বলিউডের ৬ অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় অক্ষয় কুমারের

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একেবারে প্রথম সারির হচ্ছেন অক্ষয় কুমার। তাঁর নাম শুনেই একাধিক ছবি হিট করে যায়।
2/10
নিজের কেরিয়ারে অজস্র ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন অক্ষয়। এমনকী এখনও তাঁর একের পর এক ছবি বক্স অফিস দাপিয়ে বেড়ায়।
3/10
সুপারস্টার 'খিলাড়ি' বিয়ে করেছেন রাজেশ খন্না ও ডিম্পল কপাডিয়ার মেয়ে ও প্রাক্তন অভিনেত্রী ট্যুইঙ্কল খন্নাকে। সম্প্রতি তাঁদের বিবাহবার্ষিকী গেল।
4/10
বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন অক্ষয়। বিয়ের আগে তাঁদের অনেকের সঙ্গে সম্পর্কে নামও জড়ায় তাঁর। সেই সকল অভিনেত্রীর সঙ্গে অবশ্য ট্যুইঙ্কল খন্না কখনও কাজ করেননি।
5/10
আয়শা জুল্কা: জনপ্রিয় 'খিলাড়ি' ছবির অভিনেত্রী। এই ছবির পর শোনা যায় যে অক্ষয় ও আয়শা সম্পর্কে রয়েছেন।
6/10
পূজা বাত্রা: এই অভিনেত্রীর সঙ্গেও নাম জড়ায় অক্ষয়ের। একাধিক প্রতিবেদন অনুযায়ী তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
7/10
রেখা: অক্ষয় কুমারের সঙ্গে প্রবীণ অভিনেত্রী রেখারও নাম জড়ায়। একটি ছবির শ্যুটিংয়ের সময়ে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়।
8/10
রবিনা টন্ডন: বলিউডের বহু চর্চিত প্রেমকাহিনির মধ্যে অন্যতম অক্ষয়-রবিনার সম্পর্ক। সেই সময়ে শোনা গিয়েছিল যে তাঁরা নাকি বাগদানও সেরে ফেলেছেন।
9/10
শিল্পা শেট্টি: এরপর অক্ষয় কুমারের নাম জড়ায় শিল্পা শেট্টির সঙ্গে। তাঁরা সম্পর্কে ছিলেন। একসঙ্গে একাধিক সিনেমায় কাজও করেছেন।
10/10
প্রিয়ঙ্কা চোপড়া: একসময় প্রিয়ঙ্কা চোপড়া ও অক্ষয় কুমারের সম্পর্কের কথা বেশ চর্চিত ছিল। যদিও এই বিষয়ে তাঁরা নিজেরা কোনওদিন প্রকাশ্যে কিছুই বলেননি।
Sponsored Links by Taboola