Shonali Bose Birthday: পরিচালক সোনালী বসু সম্পর্কে কিছু অজানা তথ্য
ভারতীয় চলচ্চিত্র জগতে অন্যধারার ছবি তৈরির জন্য বিখ্যাত পরিচালক সোনালী বসু। ৩ জুন ৫৭ বছর পূরণ করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৫ সালে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। মুক্তি পায় তাঁর ছবি 'আমু'।
কলকাতায় জন্ম নেন সোনালী। 'আমু' ছবির পরিচালক, লেখক ও প্রযোজক সবই ছিলেন তিনি।
জীবনের বেশীরভাগ সময় তিনি মুম্বই ও নয়াদিল্লিতে কাটিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্র্যাজুয়েশন শেষ করেন।
২০১২ সালে মুক্তি পায় 'চিটাগঙ্গ'। এই ছবির সহ-রচয়িতা ও প্রযোজক ছিলেন সোনালী বসু।
২০১৫ সালে মুক্তি পায় 'মার্গারিটা উইথ এ স্ট্র'। এই ছবিরও পরিচালক, লেখক ও প্রযোজক ছিলেন তিনি।
২০১৯ সালে মুক্তি পায় 'দ্য স্কাই ইজ পিঙ্ক'। এই ছবির পরিচালক ও লেখক তিনি।
সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওজে মুক্তি পেয়েছে 'মডার্ন লভ: মুম্বই'। সেখানে 'রাত রানি' গল্পটি তাঁর তৈরি।
একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন সোনালী বসু। ২০০৫ সালে জাতীয় পুরস্কার পান তিনি।
তাঁর তৈরি 'রাত রানি' গল্পটি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে 'রাত রানি' অ্যান্থলজিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -