Shraddha Kapoor: অভিনয় থেকে গান, সর্বত্রই অবাধ বিচরণ শক্তি-কন্যা শ্রদ্ধা কপূরের
১৯৮৭ সালের ৩ মার্চ। জন্ম নেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর। বাবা বলিউডের বিখ্যাত অভিনেতা শক্তি কপূর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১০ সালে 'তিন পত্তি' ছবি দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ। চরিত্রের নাম অপর্ণা খন্না। ২০১১ সালে মুক্তি পায় 'লভ কা দি এন্ড'।
২০১৩ সালে মুক্তি পায় জনপ্রিয় 'আশিকি ২'। আদিত্য রায় কপূরের বিপরীতে এই ছবিতে কাজ করেই মূলত পরিচিতি লাভ করেন শ্রদ্ধা।
২০১৪ সালে দুটি হিট ছবি মুক্তি পায় তাঁর। 'এক ভিলেন' ও 'হায়দার'।
এরপর ২০১৫ সালে 'এবিসিডি ২'। ২০১৬ সালে 'বাঘি', 'রক অন ২' মুক্তি পায়।
২০১৭ সালে মুক্তি পায় 'ওকে জানু', 'হাফ গার্লফ্রেন্ড', 'হসিনা পারকার'।
২০১৮ সালে মুক্তি প্রাপ্ত 'স্ত্রী' ছবিটি বেশ সাফল্য লাভ করে এবং সমালোচকরাও বেশ প্রশংসা করেন। একই বছরে মুক্তি পায় 'বত্তি গুল মিটার চালু'। তবে সেই ছবি বিশেষ সাফল্য লাভ করতে পারেনি।
২০১৯ সালে মুক্তি পায় 'সাহো'। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষায় মুক্তি পায়। একই বছরে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে মুক্তি পায় 'ছিছোড়ে'।
শুধু অভিনেত্রীই নন, শ্রদ্ধা কপূর বিখ্যাত তাঁর গানের গলার জন্যও। একাধিক অনুষ্ঠানে গান গাইতে শোনা গেছে তাঁকে।
২০২০ সালে মুক্তি পেয়েছে তাঁর 'বাঘি ৩' ও 'স্ট্রিট ডান্সার ৩'। আপাতত লভ রঞ্জনের ছবির শ্যুটিং সারছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -