Shraddha Kapoor Birthday: বলিউডে আসার আগে কোন সুপারস্টারের বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা?

শ্রদ্ধা কপূর

1/10
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
শ্রদ্ধা কপূরকে 'বিউটি উইথ ব্রেন' বলাই যেতে পারে। অভিনয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনাতেও দারুণ দক্ষ ছোটবেলা থেকেই। জানা যায়, দ্বাদশ শ্রেনীর পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়েছিলেন 'আশিকি টু' অভিনেত্রী। তাঁর বাবা-মা-ও চেয়েছিলেন তিনি পড়শোনাকেই কেরিয়ার হিসেবে বেছে নিন। কিন্তু অভিনয়ের প্রতি টানের জন্য তিনি বলিউডে পা দেন।
3/10
শোনা যায়, চা খেতে নাকি খুব ভালোবাসেন শ্রদ্ধা কপূর। তবে, খেতে ভালোবাসেন বলে প্রচুর চা একেবারেই খান না। বরং দিনে দু কাপ চা তাঁর চাই চাই। এছাড়াও জাপানি খাবার, কাপকেক ও চকোলেট তাঁর অত্যন্ত পছন্দের।
4/10
বাবা শক্তি কপূরের ছবি দেখতে খুব পছন্দ করেন শ্রদ্ধা। বাবার 'আন্দাজ আপনা আপনা' ছবিটি তাঁর অত্যন্ত পছন্দের।
5/10
অভিনয়, পড়াশোনার মতোই গানেও দক্ষ শ্রদ্ধা কপূর। অভিনেত্রীর মায়ের বাবা-মা দুজনেই শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। তাঁদের মতো শ্রদ্ধা কপূরও ছোটবেলা থেকেই সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছেন। 'এক ভিলেন' ছবির জনপ্রিয় গান 'গলিয়াঁ' তাঁরই গাওয়া।
6/10
একাধিক নামী প্রসাধনী বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শ্রদ্ধা কপূর। তাঁকে বহু বিজ্ঞাপনে দেখা যায় ছোট বয়স থেকেই।
7/10
জানা যায়, ছোটবেলায় শ্রদ্ধা কপূর মনে করতেন তাঁর বাবার মধ্যে অলৌকিক কোনও শক্তি রয়েছে। এর কারণ হিসেবে জানা যায়, অনেক সময়ই শক্তি কপূর তাঁর ছবির মেকআপেই বাড়িতে চলে আসতেন। আর তাঁকে দেখে অভিনেত্রী এমন মনে করতেন।
8/10
সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন শ্রদ্ধা কপূর। জানা যায়, সেই সময় ফেসবুকে তাঁর ছবি নজরে পড়ে প্রযোজক অম্বিকা হিন্দুজার। তাঁর ছবি 'তিন পাত্তি'র জন্য শ্রদ্ধাকে প্রস্তাব দেন। এক সাক্ষাৎকারে শক্তি কপূর জানান, শ্রদ্ধার যখন মাত্র ১৬ বছর বয়স, তখন ''লাকি- নো টাইম ফর লভ'' ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেন সলমন খান। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি শ্রদ্ধা। তিনি সেই সময়ে মনোবিদ হতে চাইছিলেন।
9/10
বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ভাষাতেও কথা বলতে পারেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর। রাশিয়ান, ব্রিটিশ এবং আরও অন্যান্য অ্যাকসেন্টে দুর্দান্ত কথা বলেন তিনি।
10/10
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে পরিচালক লভ রঞ্জনের ছবিতে। তাঁর বিপরীতে দেখা যাবে রণবীর কপূরকে।
Sponsored Links by Taboola