Shraddha Kapoor: ২০১০ সালে বলিউডে আত্মপ্রকাশ, শ্রদ্ধা কপূরের অভিনয়-সফর
৩ মার্চ জন্মদিন ছিল অভিনেত্রী শ্রদ্ধা কপূরের। শক্তি কপূর কন্যা অভিনয়ে পা রাখেন ২০১০ সালে 'তিন পত্তি' ছবির হাত ধরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর ২০১১ সালে মুক্তি পায় শ্রদ্ধার 'লভ কা দি এন্ড'। তাঁর চরিত্রের নাম ছিল রিয়া।
২০১৩ সালে 'আশিকি ২' তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। ওই বছরই মুক্তি পায় 'গোরি তেরে পেয়ার মে'।
২০১৪ সালে একাধারে তিনটি ছবি মুক্তি পায় তাঁর। 'এক ভিলেন', 'হায়দর' ও 'উংলি' মুক্তি পায়।
২০১৫ সালে মুক্তি পায় 'এবিসিডি ২'। ২০১৬ সালে মুক্তি পায় 'বাঘি', 'এ ফ্লাইং জাট', 'রক অন ২'।
২০১৭ সালেও তাঁর তিন তিনটি ছবি মুক্তি পায়। 'ওকে জানু', 'হাফ গার্লফ্রেন্ড' ও 'হসিনা পার্কার'।
২০১৮ সালে মুক্তি পায় 'নওয়াবজাদে', 'স্ত্রী' ও 'বত্তি গুল মিটার চালু'। বিপুল সাফল্য লাভ করে 'স্ত্রী'।
২০১৯ সালে মুক্তি পায় প্রভাসের সঙ্গে 'সাহো' ও সুশান্তের সঙ্গে 'ছিছোড়ে'।
২০২০ সালে মুক্তি পায় 'স্ট্রিট ডান্সার থ্রিডি', 'বাঘি ৩'।
২০২২-এ 'ভেড়িয়া' ছবিতে বিশেষ চরিত্রে দেখা যায়। ২০২৩ সালে মুক্তির অপেক্ষায় 'তু ঝুটি ম্যায় মক্কার'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -